সমন্বয়ক আবদুর রাজ্জাক সোলাইমান রিয়াদ—নোয়াখালীর সেনবাগ থানার ৯ নম্বর নবিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নবিপুর বাজারের দক্ষিণ পাশের বেপারি বাড়ির বাসিন্দা। তিনি রিকশাচালক ওলি উল্যার নাতি ও রিকশাচালক আবু রায়হানের ছেলে।
কিন্তু এই সাধারণ পরিচয়ের ছায়া থেকে এখন অনেক দূরে অবস্থান করছেন রিয়াদ। মাত্র এক বছর আগেও যার পরিবার ছিল অভাব-অনটনের মাঝে, আজ তিনি এলাকার ‘নব্য কোটিপতি’।
গত শনিবার (২৬ জুলাই) রাজধানীর গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েন রিয়াদ। স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদাবাজির টাকায় গত এক বছরে নিজ এলাকায় বড় বিল্ডিং তৈরি করেছেন তিনি।
এবার কোরবানির ঈদে আড়াই লাখ টাকা দিয়ে গরু কিনে আলোচনায় উঠে এসেছেন রিয়াদ। এলাকাবাসীর কেউ কেউ বিস্ময় প্রকাশ করে বলছেন, ‘রিকশাওয়ালার ছেলে কীভাবে এত দ্রুত কোটিপতি হলো?’
স্থানীয় প্রশাসনের কেউ কেউ বলছেন, রিয়াদের হঠাৎ এই অর্থবিত্তের উৎস নিয়ে তদন্ত হওয়া উচিত।