শিরোনাম
বিচার হলেও হাসিনাকে হয়তো দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে না : আসিফ নজরুল কক্সবাজারে এনসিপির পাঁচ নেতা, হোটেলের সামনে বিক্ষোভ বিএনপি নেতাকর্মীদের জুলাই যোদ্ধাদের অবজ্ঞায় ক্ষুব্ধ গণ-অভ্যুত্থান দিবসে, ক্ষমা চাইলেন ডিসি ৫ আগষ্টের আনন্দ মিছিলে অংশ নিতে গিয়ে বিএনপি নেতার মৃত্যু রাজধানীতে ‘জনতার আদালতে’ শেখ হাসিনার প্রতীকী ফাঁসি কার্যকর রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণ, আহত ১০ কক্সবাজারে ঘুরতে গেলেন এনসিপির শীর্ষ পাঁচ নেতা নীলফামারীর কিশোরগঞ্জে গোয়ালঘর থেকে কৃষকের চার গরু চুরি হিলিতে জামায়াতে ইসলামীর সমাবেশ ও গণমিছিল বেরোবিতে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৫:৫৩ অপরাহ্ন

৫ আগষ্টের আনন্দ মিছিলে অংশ নিতে গিয়ে বিএনপি নেতার মৃত্যু

ডেস্ক রিপোর্ট / ১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপির আয়োজিত গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিলে অংশ নিতে এসে এক বিএনপি নেতা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া প্রচণ্ড গরমে আরও দুই নেতা অসুস্থ হয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাটমহল এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া নেতার নাম আল আমিন (৪০)। তিনি পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের কন্দরপদী গ্রামের হাজী রোকন উদ্দিন ভূঁইয়ার ছেলে এবং উপজেলা বিএনপির সদস্য ছিলেন।

অসুস্থ নেতারা হলেন- সুখিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন এবং জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দী ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী বোরহান উদ্দিন।

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পাকুন্দিয়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে একটি আনন্দ মিছিলের আয়োজন করা হয়। বুরুদিয়া ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা পাটমহলে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে পৌঁছালে হঠাৎ আল আমিন অসুস্থ হয়ে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শোক প্রকাশ করে কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দিন বলেন, পাকুন্দিয়া উপজেলা বিএনপির জন্য এটি অপূরণীয় ক্ষতি। আল আমিন ছিলেন একজন নিবেদিতপ্রাণ ও দলপ্রেমী নেতা। তার মতো নেতার অভাব আমরা দীর্ঘদিন অনুভব করবো। ডাক্তাররা জানিয়েছেন, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া প্রচণ্ড গরমের কারণে আরও কয়েকজন নেতা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের সুস্থতা কামনা করছি এবং আল আমিনের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ