শিরোনাম
মিটফোর্ডের জনগণ যেটা পারেনি, ওয়ারী-টিকাটুলির মানুষ সেটা করে দেখিয়েছে’ পুতিন সুন্দর করে কথা বলেন, আর সন্ধ্যায় বোমা মারেন: ট্রাম্প অধিকার খর্বের অভিযোগে বাবা-মার বিরুদ্ধে সন্তানের মামলা, এটাই বোধহয় সতর্কতার কফিনে শেষ পেরেক দেশে সংস্কারের নামে সার্কাস চলছে: জিএম কাদের আবু সাঈদ-মুগ্ধদের জাতীয় বীর ঘোষণা করতে হাইকোর্টের রুল দেবীগঞ্জে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি মেলার উদ্বোধন স্থানীয় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, ঢাকায় চিকিৎসাধীন মৃত্যু অপরাধ বাড়ার দাবি পুরোপুরি সত্য নয় : অন্তর্বর্তী সরকার আলেম ওলামাদের বাদ দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ভুলে যান: চরমোনাই পির নিজেদের নির্দোষ দাবি করলেন ক্রিকেটার নাসির-তামিমা
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৫:০২ অপরাহ্ন

৫০ হাজার টাকা চাঁদা না পেয়ে বৃদ্ধকে কুপিয়ে জখম, অভিযোগ বিএনপির কর্মীর বিরুদ্ধে

ডেস্ক রিপোর্ট / ১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

ভোলার বোরহানউদ্দিনে দাবি করা ৫০ হাজার টাকা চাঁদা না পেয়ে আলী আকবর ওরফে কাঞ্চন মিয়াজী নামের এক বৃদ্ধকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে বিএনপির কর্মী সুফিয়ানের বিরুদ্ধে। রবিবার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে বোরহানউদ্দিন উপজেলার পৌর ৪ নম্বর ওয়ার্ডে পঞ্চায়েত বাড়ির দরজার চৌরাস্তা নামক স্থানে সেলিমের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

আহত আলী আকবর ওরফে কাঞ্চন মিয়াজী বোরহানউদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন। তিনি একজন কৃষক। অভিযুক্ত সুফিয়ান ওই এলাকার মোজাম্মেল হক কাজল পঞ্চায়েতের ছেলে।

ভুক্তভোগী আলী আকবর কাঞ্চন মিয়াজীর ছেলে হুমায়ুন কবির অভিযোগ করেন, পৌর ৪ নম্বর ওয়ার্ডের বিএনপির কর্মী সুফিয়ান তাঁর বাবার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে রাজি না হওয়ায় বাবাকে কুপিয়ে গুরুতর জখম করেন সুফিয়ান। গুরুতর অবস্থায় বাবাকে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দিতে গেলে থানার মধ্যে হামলার শিকার হন আলী আকবর কাঞ্চন মিয়াজীর ছেলে হুমায়ুন কবির। থানার মধ্যে পুলিশের সামনে দ্বিতীয়বার হামলার চেষ্টা করেন হামলাকারী সুফিয়ান। সুফিয়ান প্রকাশ্যে হুমকিসহ হামলা চালানোর চেষ্টা করেন বাদীর ওপর। এ সময় সুফিয়ানকে আটক করার চেষ্টা করে পুলিশ। পরে তাঁর সঙ্গে থাকা বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের সহায়তায় থানা থেকে পালিয়ে যান হামলাকারী সুফিয়ান।

অভিযুক্ত সুফিয়ানের বাবা মোজাম্মেল হক কাজল পঞ্চায়েত জানান, তাঁর ছেলে সুফিয়ান এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছে। চাঁদার টাকা দিতে রাজি না হাওয়ায় একই এলাকার কৃষকের ওপর হামলা চালিয়েছে। তিনি তাঁর চাঁদাবাজ ছেলেকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বোরহানউদ্দিন উপজেলা যুবদলের সদস্যসচিব জসিমউদদীন খান বলেন, সুফিয়ান বিএনপির একজন সমর্থক। তবে দলে তাঁর কোনো পদ-পদবি নেই। জানতে চাইলে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছিদ্দিকুর রহমান জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ