শিরোনাম
আ.লীগ কর্মীদের গেরিলা প্রশিক্ষণ: মেজর সাদিকের স্ত্রী আটক নারীসহ আপত্তিকর অবস্থায় ধরা পড়লেন রমেক চিকিৎসক মারুফুল হাসান;’ চিকিৎসকের বাসায় নারী, দুজনকে পুলিশে দিল স্থানীয়রা রংপুরের গঙ্গাচড়ায় একটি অবৈধ বালু উত্তোলনস্থলের খননকৃত গর্ত থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করা যাবেনা- রংপুরে গয়েশ্বর চন্দ্র রায় লন্ডনে তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের একান্ত বৈঠক আবু সাঈদ হত্যার ভিডিও এআই দিয়ে বানানো : হাসিনার আইনজীবী চেয়ারম্যানের গাড়ির তেলের টাকা আত্মসাতের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে ৩৩ বছর নখ কাটেন না দিনাজপুরের ফুলবাড়ীর অরুণ আ. লীগকে ফিরিয়ে আনাই দিল্লির দোসরদের মিশন : ঢাবি শিবির সভাপতি নির্বাচনে ৪৭ হাজার কেন্দ্রে দেওয়া হবে বডি ক্যামেরা: স্বরাষ্ট্র উপদেষ্টা
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন

৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা করতে পারে ভারত!

ডেস্ক নিউজ / ৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারে বলে দাবি করেছে ইসলামাবাদ।

আল জাজিরা জানিয়েছে, পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার (২৯ এপ্রিল) মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, তাদের কাছে এই বিষয়ে ‘বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য’ রয়েছে।

আতাউল্লাহ তারার বলেন, পেহেলগাম হামলায় পাকিস্তানের সম্পৃক্ততার অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট। ভারত এই ঘটনার অজুহাত দেখিয়ে আগ্রাসী পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি জানান, পাকিস্তান ভারতের এমন স্বঘোষিত বিচারক ও সাজা কার্যকরের ভূমিকাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে এবং এটিকে ‘বেপরোয়া আচরণ’ বলে আখ্যায়িত করেছে।

তিনি আরও বলেন, পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের বড় ভুক্তভোগী। আমরা বরাবরই সন্ত্রাসবাদ ও এর যে কোনো বহিঃপ্রকাশের নিন্দা জানিয়ে আসছি। আমরা চেয়েছি নিরপেক্ষ তদন্ত হোক এবং এই ঘটনায় সত্য বেরিয়ে আসুক।

কিন্তু ভারত যুক্তির বদলে সংঘাতের পথ বেছে নিচ্ছে উল্লেখ করে আতাউল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভারতের যেকোনো সামরিক আগ্রাসনের জবাব ‘দৃঢ়ভাবে ও নিশ্চিতভাবেই’ দেওয়া হবে।

তিনি বলেন, পাকিস্তান দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করার আহ্বান জানান।

এই মন্তব্য এমন এক সময় করা হলো, যখন কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার পর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির সশস্ত্র বাহিনীকে পাল্টা জবাব দিতে ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছেন।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে কয়েকজন পর্যটককে গুলি করে হত্যা করে জঙ্গিরা। এই হামলার দায় স্বীকার করেছে ‘দ্য রেজিস্ট্যান্স ফোর্স’ নামের একটি গোষ্ঠী, যাদের পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তইয়্যবার সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করে ভারতীয় গোয়েন্দারা।

ভারত সরকার এ ঘটনার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করছে, যদিও ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ