গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত কোনো রোগীর মৃত্যু নেই বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
নতুন ১১ জন নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট ৬৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
আর এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে করোনায়।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুই দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যায়।
২০২২ সাল থেকে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমে আসতে থাকে। এক পর্যায়ে এটি শূন্যে নেমে আসে।