শিরোনাম
র‌্যাব ১৩ এর পৃথক অভিযানে ৯৯০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩০০ বোতল ফেন্সিডিল জব্দ; গ্রেফতার ০৫ জন চাইলে তিন মাসের মাঝে নির্বাচন সম্ভব: মির্জা ফখরুল সাদিক কায়েমকে ‘পাকিস্তানি’ বলে স্লোগান, ভুল স্বীকার করলেন বাম নেতা জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার বিচার শুরু কখনো ডিবি, কখনো মানবাধিকারকর্মী— অবশেষে শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার প্রতারক কামাল জুলাই অভ্যুত্থানের কর্মসূচিতে গিয়ে অসুস্থ হয়ে ৫ জনের মৃত্যু সাতসকালে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খালে, নিহত ৭ মিছিল শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জামায়াত কর্মী জামায়াত-শিবির ২৪ দিয়ে ৭১ ঢাকার চেষ্টা করছে: এনসিপি নেতা অনিক ৩০০ কিমি পাড়ি দিয়ে প্রেমিকার বাড়িতে ‘আত্মহত্যা’ ঠাকুরগাঁওয়ের যুবকের
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০২:২৮ অপরাহ্ন

২০ টাকার নতুন নোট বাতিল চায় হেফাজত

ডেস্ক রিপোর্ট / ৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

২০ টাকার পুরনো নোটে যেখানে মসজিদের ছবি ছিল সেখানে মন্দিরের ছবি দিয়ে নতুন নোটের নকশা করায় কড়া সমালোচনা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এটাকে এ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাসের ওপর আঘাত মন্তব্য করে হেফাজতে ইসলাম নতুন নোট বাতিলের দাবি জানিয়েছে।

বুধবার (৪ জুন) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান এই দাবি জানান।

হেফাজত আমির ও মহাসচিব গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার নতুন মুদ্রিত ২০ টাকার নোটে মসজিদের ছবি বাদ দিয়ে মন্দির ও বৌদ্ধবিহারের ছবি সংযোজন করেছে; যা ৯২ শতাংশ মুসলমানের আবেগ-অনুভূতির পরিপন্থী ও জাতিগত ধর্মীয় চেতনাকে উপেক্ষা করার শামিল।

নেতৃদ্বয় এর তীব্র নিন্দা জানিয়ে বলেন, একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে রাষ্ট্রীয় স্বীকৃতি ও প্রতীকসমূহে ইসলামি সংস্কৃতি ও ধর্মীয় চেতনার প্রতিফলন থাকা অপরিহার্য।

এ ধরনের সিদ্ধান্ত দেশবাসীর বিশ্বাসে আঘাত হানে এবং জাতীয় ঐক্য বিনষ্টের পথ সুগম করে।

হেফাজত নেতারা বলেন, ঈদুল আজহার উৎসবমুখর সময়ে ছেপে আসা নতুন নোটে এই নকশা দেখে আমরা যারপরনাই হতাশ এবং ব্যথিত হয়েছি। আমরা মনে করি, এর মাধ্যমে বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় পরিচয় ও আত্মমর্যাদার সাথে সাংঘর্ষিক অবস্থানে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। এর নেপথ্যে কারা জড়িত, তাদের চিহ্নিত করে সুস্পষ্ট জবাবদিহিতা এবং জিজ্ঞাসাবাদের আওতায় আনতে হবে।

তারা আরো বলেন, আমরা আশা করব, অন্তবর্তীকালীন সরকার অনতিবিলম্বে বিতর্কিত এই নোটের নকশা বাতিল ঘোষণা করবে এবং জরুরি ভিত্তিতে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় আবেগের প্রতি শ্রদ্ধা রেখে নতুন নকশা প্রণয়ন করবে। নেতৃদ্বয় এ বিষয়ে দেশের ইসলামি মূল্যবোধ সম্পন্ন সকল রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠনকে সোচ্চার ভূমিকা পালনের আহ্বান জানান।

বিবৃতিতে হেফাজত আমির ও মহাসচিব চলমান সময়ে ইসলাম ও দেশ রক্ষায় সমগ্র দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ