নিজের ৪৮তম জন্মদিনে দ্বিগুণ আনন্দের খবর দিলেন তামিল অভিনেতা বিশাল। জন্মদিনের দিনটিতেই (২৯ আগস্ট) জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তিনি। দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেত্রী সাই ধানশিকার সঙ্গে আংটি বদল করে বাগদান সম্পন্ন করেছেন জনপ্রিয় এ অভিনেতা।
চেন্নাইয়ের আন্না নগরের নিজ বাসভবনে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এ গোপন বাগদান অনুষ্ঠান।
ভক্তদের উদ্দেশে এক্স (টুইটার)-এ বিশাল লিখেছেন, আমার বিশেষ দিনে সবাই যে ভালোবাসা ও আশীর্বাদ পাঠিয়েছেন, তার জন্য কৃতজ্ঞ। আনন্দের সঙ্গে জানাচ্ছি, আজ আমার বাগদান হলো সাই ধানশিকার সঙ্গে। ইতিবাচক আর আশীর্বাদপুষ্ট বোধ করছি। সবসময় যেমন আশীর্বাদ দিয়েছেন, তেমনই সঙ্গ চাই ‘।
প্রায় ১৫ বছরের বন্ধুত্ব অবশেষে পরিণতি পেল আজীবন বন্ধনে। যদিও তারা কখনো একসঙ্গে ছবিতে কাজ করেননি, তবে ব্যক্তিগত সম্পর্কে গভীরতা থেকেই এ সিদ্ধান্ত। উল্লেখ্য, ধানশিকার ‘যোগী দা’ ছবির ইভেন্টে তারা প্রকাশ্যে জানিয়েছিলেন—২০২৫ সালের ২৯ আগস্ট তাদের জীবনে আসবে নতুন অধ্যায়।
বাগদানের খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা শুভেচ্ছার বন্যা বইয়ে দিয়েছেন। সিনেমা অঙ্গনের অনেক পরিচিত মুখও শুভকামনা জানাচ্ছেন এই নবদম্পতিকে।
উল্লেখ্য, এর আগে বিশাল অভিনেত্রী অনীশা আল্লারের সঙ্গে বাগদান করেছিলেন। ২০২০ সালের অক্টোবরে তাদের বিয়ে হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সম্পর্কটি ভেঙে যায়।