মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ্ তায়ালার সন্তুষ্টি লাভ’ এই ভিশন নিয়ে দিনাজপুরের হাকিমপুর হিলিে জামায়াতে ইসলামীর বিশেষ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ সময় উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে জামায়াতে ইসলামীর আয়োজনে এই বিশেষ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
হাকিমপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও সাবেক জেলা আমীর মোঃ আফতাব উদ্দিন মোল্লা। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক জেলা আমীর মো. আনোয়ারুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক এবং জেলা সহকারী সেক্রেটারি মো. সাইদুল ইসলাম সৈকত।
বক্তারা বলেন, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং মানুষের নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা কর্মীদের দায়িত্বশীল, সৎ ও আদর্শবান হয়ে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান।
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র টিকে থাকতে পারে। জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হবে, সেই সরকারই দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার পথ সুগম করবে।
সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।