শিরোনাম
আমার ভাইয়ের হত্যার বিচার এখনো পাই নাই: আবু সাঈদের ভাই ক্ষমতায় গেলে আফগানিস্তানের মতো বাংলাদেশ বানাতে চাই: ফয়জুল করীম রংপুরে জামায়াতের জনসভা শুরুর আগেই কানায় কানায় পূর্ণ জিলা স্কুল মাঠ মুজিব পরিবার এ দেশে জমিদারি চালু করেছিল, তা আমরা ভেঙেছি: নাহিদ ভবিষ্যতে আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল থাকবে না’ মৌলিক সংস্কার ছাড়া ভালো নির্বাচন সম্ভব নয় : শফিকুর রহমান মুরাদনগরের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিল র‍্যাব যে কোনো মূল্যে সীমান্ত হত্যা বন্ধ করব : নাহিদ আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ করলেন এ টি এম আজহারুল ইসলাম ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে মাদরাসা পড়ুয়া দুই ভাইয়ের মৃত্যু
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৫:১১ অপরাহ্ন

হাসিনার মতো ফেরাউনের ৩৬ দিনে পরাজয় হবে কেউ কি আগে ভেবেছিল?

স্থানীয় রিপোর্ট / ৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

জাতীয় নাগারিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, পঞ্চগড়ের মানুষের কর্মসংস্থান হওয়ার কথা ছিল। কিন্তু আওয়ামী লীগ দক্ষিণবঙ্গ থেকে লোক এনে ওই জায়গার অফিসার বানিয়ে রেখে দিছে। নতুন বাংলাদেশের সুযোগ পাওয়ার কথা ছিল আমার পঞ্চগড়ের লোকজনের। কিন্তু নতুন কয়েকজন লোক মিলে আবার ওই লোকগুলোকে এনে পেট চালাচ্ছে আর প্রতিদিন অমূল্যভাবে লাখ লাখ টাকা পকেটে ঢুকাচ্ছে।

এই হাসনাত, নাহিদরা হাসিনার বিরুদ্ধে না দাঁড়ালে হাসিনার পতন হইত না। ‘হাসিনার মতো ফেরাউনের ৩৬ দিনে পরাজয় হবে কেউ কি আগে ভেবেছিল?’ পঞ্চগড়ে হাসিনার চেয়ে বড় ফেরাউন নাই, যারা চোর-বাটপার তাদের সামনে আমাদের শুধু সাহস নিয়ে দাঁড়াতে হবে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যায় পঞ্চগড়ে জুলাই পদযাত্রা শেষে শহরের চৌরঙ্গী মোড়ের টুনিরহাট-পঞ্চগড় সড়কে পথসভায় এসব কথা বলেন তিনি। জেলা জাতীয় নাগরিক পার্টির আয়োজনে পথসভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সারজিস আলম আরো বলেন, ‘পঞ্চগড়ে কোনও মানুষ আহত হলে তাকে রংপুর বা অন্য জেলায় পাঠানো হয়। যেতে যেতে পথেই মারা যায়। পঞ্চগড়ের মানুষ স্বাস্থ্যসেবায় অবহেলিত। কিছুদিন আগে এখানে পাথর উত্তোলন শুরু হলে চাঁদাবাজি শুরু হয়েছে। রাতের আঁধারে শত শত ড্রেজার দিয়ে অবৈধভাবে পাথর-বালু তোলা হচ্ছে। স্থানীয়দের হুমকির মুখে ফেলা হচ্ছে। এসব কারা করছে আপনারা জানেন। পঞ্চগড়ের চিনিকল চালু হওয়ার কথা ছিল এই বছরেই। কিন্তু কাদের জন্য চালু হয়নি আপনারা জানেন। ২০২৬ সালেই আমরা পঞ্চগড় চিনিকল চালু চাই।’

পথসভায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা, জেলার পাঁচ উপজেলার নেতাকর্মীসহ কয়েক হাজার ছাত্র-জনতা অংশ নেন। এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও হান্নান মাসুদসহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ