শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন

হাকিমপুরে শিক্ষার্থী হত্যা মামলায় পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক

মো. লুৎফর রহমান.হিলি(দিনাজপুর): / ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

 

দিনাজপুরের হাকিমপুরে গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার ঘটনায় থানায় রুজুকৃত দুই জন শিক্ষার্থী হত্যার অভিযোগ মামলায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সন্দিগ্ধ নিষিদ্ধ ঘোষিত সংগঠন হাকিমপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিক সরকার (৩০) কে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।

সোমবার (২১ এপ্রিল) গ্রেফতারকৃত আসামি কে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার উপ-পুলিশ পরিদর্শক ও মামলার তদন্তকারী অফিসার এসআই মোস্তাফিজুর রহমান।

গ্রেফতারকৃত অনিক (৩০) হাকিমপুর হিলি পৌরসভার ১ নং ওয়ার্ড চন্ডিপুর এলাকার নিশিত সরকার এর ছেলে। অনিক সরকার নিষিদ্ধ ঘোষিত সংগঠন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে জানান পুলিশ।

গ্রেফতার বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সুজন মিঞা জানান, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সহিংসতার ঘটনায় দুই জন শিক্ষার্থীকে আগুনে পুড়ে হত্যার অভিযোগে ২৩ জনের নাম উল্লেখ সহ ৯০-১০০ জন অপরিচিত ব্যক্তির নামে হাকিমপুর থানায় মামলা দায়ের করেন নিহত শিক্ষার্থীর ভাই। উক্ত মামলার আসামীদের আটক অভিযান অব্যাহত রয়েছে। হাকিমপুর থানার মামলা নং ০৭।

তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানার সার্কেল এএসপি মহোদয়ের দিকনির্দেশনা, আমি ওসি মোঃ সুজন মিঞা এবং পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত)এস এম জাহাঙ্গীর আলম এর পরামর্শে মামলার তদন্তকারী অফিসার থানার এসআই মোস্তাফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্স সহ পুলিশের একটি চৌকস দল সোমবার গভীর রাতে হাকিমপুর হিলি পৌরসভার ১নং ওয়ার্ড চন্ডিপুর এলাকায় অভিযান চালিয়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সুন্ধিগ্ধ আসামি নিষিদ্ধ ঘোষিত সংগঠন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিক সরকার কে তার নিজ বাড়ী থেকে আটক করে থানায় নিয়ে আসে। থানায় রুজুকৃত দুই জন শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আজ দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

হাকিমপুরে শিক্ষার্থী হত্যা মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ