থাইল্যান্ডে চোখের চিকিৎসা শেষে দেশে ফেরার পর অসুস্থবোধ করায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
পরে রাত ১১টা পর্যন্ত গুলশানে বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে অসুস্থ হয়ে পড়লে তাকে রাত ১টার দিকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
চোখের চিকিৎসার জন্য গত ১৩ আগস্ট সস্ত্রীক থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যান ফখরুল। চিকিৎসা শেষে ছয়দিন পর দেশে ফেরেন তারা।
এর আগে গত ১৩ মে চোখের চিকিৎসার জন্য মির্জা ফখরুল স্ত্রীকে সঙ্গে নিয়ে ব্যাংকক যান। পরদিন ১৪ মে ব্যাংককের রুটনিন আই হাসপাতালে তার বাঁ চোখে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসকের পরামর্শে তিনি তখন দুই সপ্তাহেরও বেশি সময় বিশ্রামে ছিলেন। পরবর্তী সময় চিকিৎসা শেষ করে গত ৭ জুন দেশে ফেরেন তারা।