শিরোনাম
‘বিয়ের দিন ঠিক করতে গিয়ে’ চোর সন্দেহে পিটুনি, রংপুরের তারাগঞ্জে জামাই-শ্বশুরের মৃত্যু রাণীশংকৈল প্রেসক্লাবের গুষ্টিসহ উড়িয়ে দেবো, হুমকি দাতা কৃষকদল নেতা বহিষ্কার  কাউনিয়ার হারাগাছ ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত  দিনাজপুর বোর্ডে এসএসসির ফল চ্যালেঞ্জ করে ৫৭ জন পেলেন জিপিএ-৫, ফেল থেকে পাস ৯৯ জন নির্বাচনে নিরাপত্তায় ৪০ হাজার বডি ক্যামেরা কিনছে সরকার মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, এইচএসসির বাংলা ১ম পত্র পরীক্ষা দেয়া হচ্ছে না আলোচিত আনিসার পীরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার। জনজীবনে অত্যাবশ্যকীয় ৩৩টি ওষুধের দাম কমেছে মাদকের টাকার জন্য ৩ মাসের শিশুকন্যাকে বিক্রি করলেন বাবা দেড় মাস পর বড়পুকুরিয়া খনি থেকে ফের কয়লা উত্তোলন শুরু
রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন

হজ পালনে নতুন শর্ত আরোপ সৌদি আরবের

ডেস্ক নিউজ / ৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

চলতি বছর পবিত্র হজ পালনে নতুন শর্ত দিল সৌদি আরব সরকার। সৌদি নাগরিক ও দেশটিতে বসবাসরত প্রবাসী যাঁরা হজ করতে চান তাঁদের কিছু শর্ত দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, এখন পর্যন্ত যাঁরা একবারও হজ করেননি, এ বছর শুধু তাঁদের রেজিস্ট্রেশনের জন্য প্রাধান্য দেওয়া হবে।

হজ যাত্রীদের গাইড হিসেবে যাঁরা দায়িত্ব পালন করবেন তাঁদের জন্য শর্তটি শিথিল থাকবে। নির্দেশনায় আরেকটি শর্ত হিসেবে বলা হয়েছে, ন্যাশনাল কার্ড অথবা রেসিডেন্সি কার্ডের মেয়াদ জিলহজ মাসের ১০ তারিখ পর্যন্ত থাকতে হবে। হজের রেজিস্ট্রেশনের সময় শতভাগ নির্ভুল তথ্য দিতে হবে। যদি কেউ ভুল তথ্য দেন তাহলে রেজিস্ট্রেশন বাতিল হয়ে যেতে পারে।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় আরও বলেছে, যারা হজ করতে আগ্রহী তাঁদের শারীরিকভাবে ফিট থাকতে হবে। দুরারোগ্য ও মরণব্যাধিতে যাঁরা ভুগছেন, তারা হজের সুযোগ পাবেন না। এ ছাড়া আগ্রহী হজযাত্রীদের হজের আগে মেনিনজিটিস এবং মৌসুমি ইনফ্লুয়েঞ্জার টিকা নেওয়া সম্পন্ন করতে হবে।

এ ছাড়া হজের পোগ্রাম শুরু হওয়ার পর কেউ যদি হজ না করতে চান, তাহলে তাঁরা তাঁদের পরিশোধিত অর্থ আর ফেরত পাবেন না। এটি মেনেই রেজিস্ট্রেশন করতে হবে। হজযাত্রীদের সবাইকে স্বাস্থ্য ও প্রতিরোধ নিয়ম-নীতি, পবিত্র স্থানগুলোতে যাওয়ার নির্দিষ্ট সময় অনুসরণ করতে হবে। চলাচল, জড়ো হওয়া ও থাকার স্থান সংক্রান্ত সব নির্দেশনাও কঠোরভাবে মানতে হবে।

যাঁদের হজের অনুমতি দেওয়া হবে, তাঁদের নুসুক অ্যাপের মাধ্যমে এটি প্রিন্ট করতে হবে। যেন অনুমোদনের কাগজে থাকা কিউআর কোডটি ভালোভাবে দেখা যায়। হজের পুরো সময়টায় এই কাগজটি সঙ্গে রাখতে হবে। অন্য কাউকে দেওয়া যাবে না।

এ ছাড়া এবারের হজে হজযাত্রীরা তাঁদের সঙ্গে শিশুদের নিতে পারবেন না বলেও শর্ত দিয়েছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ