যশোরের মনিরামপুরে জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে আব্দুল মান্নান (৫৫) নামে এক ওয়ার্ড বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (১৩ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে ঢাকায় চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
নিহত আব্দুল মান্নান মনিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ডুমুরখালি গ্রামের বাসিন্দা এবং ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। তিনি ওই গ্রামের এজহার মোড়লের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ছোট ভাই আব্দুল হান্নানের ছেলে রহমতউল্লাহ পারিবারিক কলহের জেরে ধারালো দা দিয়ে আব্দুল মান্নান ও তার স্ত্রী ফুলি বেগমকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রোববার মধ্যরাতে সেখানেই মারা যান মান্নান।
মনিরামপুর থানা বিএনপির সহ-সভাপতি ও হরিহরনগর ইউপির সাবেক চেয়ারম্যান গাজী আব্দুস সাত্তার বলেন, ‘মান্নান ভাই সব সময় পরিবারে শান্তি চেয়েছেন। তিনি বিষয়টি সমঝোতার মাধ্যমে মেটাতে চাইতেন। কিন্তু ছোট ভাই হান্নান ও তার পরিবারের আচরণ পরিস্থিতিকে জটিল করে তোলে।’
এদিকে, হামলার পরপরই অভিযুক্ত রহমতউল্লাহ ও তার বাবা-মা-আব্দুল হান্নান ও রেশমা খাতুন-যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তারা পুলিশের নজরদারিতে চিকিৎসাধীন।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, ‘ঘটনার পর থানায় একটি হত্যা মামলা হয়েছে। তিন অভিযুক্ত- আব্দুল হান্নান, রেশমা খাতুন ও রহমতউল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’