শিরোনাম
রাণীশংকৈলে যৌথ বাহিনীর টাক্সফোর্স অভিযানে মাদক কারবারির গ্রেপ্তার-এক বছরের কারাদণ্ড দেশের অরাজক পরিস্থিতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় অন্তর্বতী সরকারের: ছাত্রদল সভাপতি লোডশেডিংয়ের সুযোগে নিয়ে আদালতের কাঠগড়া থেকে পালালেন আসামি রংপুরে আরও ৩ ডেঙ্গু রোগী, সারাদেশে হাসপাতালে ৩৩০; ২ জনের মৃত্যু ড. ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ কেন ঘোষণা নয়— হাইকোর্টের রুল মিটফোর্ডের জনগণ যেটা পারেনি, ওয়ারী-টিকাটুলির মানুষ সেটা করে দেখিয়েছে’ পুতিন সুন্দর করে কথা বলেন, আর সন্ধ্যায় বোমা মারেন: ট্রাম্প অধিকার খর্বের অভিযোগে বাবা-মার বিরুদ্ধে সন্তানের মামলা, এটাই বোধহয় সতর্কতার কফিনে শেষ পেরেক দেশে সংস্কারের নামে সার্কাস চলছে: জিএম কাদের আবু সাঈদ-মুগ্ধদের জাতীয় বীর ঘোষণা করতে হাইকোর্টের রুল
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৭:১৩ অপরাহ্ন

স্থানীয় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, ঢাকায় চিকিৎসাধীন মৃত্যু

ডেস্ক রিপোর্ট / ১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

যশোরের মনিরামপুরে জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে আব্দুল মান্নান (৫৫) নামে এক ওয়ার্ড বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (১৩ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে ঢাকায় চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

নিহত আব্দুল মান্নান মনিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ডুমুরখালি গ্রামের বাসিন্দা এবং ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। তিনি ওই গ্রামের এজহার মোড়লের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ছোট ভাই আব্দুল হান্নানের ছেলে রহমতউল্লাহ পারিবারিক কলহের জেরে ধারালো দা দিয়ে আব্দুল মান্নান ও তার স্ত্রী ফুলি বেগমকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রোববার মধ্যরাতে সেখানেই মারা যান মান্নান।

মনিরামপুর থানা বিএনপির সহ-সভাপতি ও হরিহরনগর ইউপির সাবেক চেয়ারম্যান গাজী আব্দুস সাত্তার বলেন, ‘মান্নান ভাই সব সময় পরিবারে শান্তি চেয়েছেন। তিনি বিষয়টি সমঝোতার মাধ্যমে মেটাতে চাইতেন। কিন্তু ছোট ভাই হান্নান ও তার পরিবারের আচরণ পরিস্থিতিকে জটিল করে তোলে।’

এদিকে, হামলার পরপরই অভিযুক্ত রহমতউল্লাহ ও তার বাবা-মা-আব্দুল হান্নান ও রেশমা খাতুন-যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তারা পুলিশের নজরদারিতে চিকিৎসাধীন।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, ‘ঘটনার পর থানায় একটি হত্যা মামলা হয়েছে। তিন অভিযুক্ত- আব্দুল হান্নান, রেশমা খাতুন ও রহমতউল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ