ফিলিস্তিনে চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মার্চ ফর গাজা কর্মসূচিতে লাখো জনতা জড়ো হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টা থেকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই নগরীর বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করে মানুষ।
এই জমায়েত ঘিরে উদ্যানের আশপাশে জমে উঠেছে ফিলিস্তিনের পতাকা, মাথার ব্যাজ ও টি-শার্ট বিক্রি। আর আগ্রহ নিয়েই সেসব কিনছেন আগত অনেকেই। কিন্তু চড়া দামে সেসব বিক্রির অভিযোগ করেছেন অনেকেই।
একজন ক্রেতা সময়ের আলোকে বলেন, ফিলিস্তিনের যেসব পতাকা আগে ৫০ টাকায় বিক্রি হত, সেসব বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। চড়া দামে এসব বিক্রি করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। আরেকজন ক্রেতা জানান, ফিলিস্তিনের ১০ টাকার ব্যাচ সুযোগ সন্ধানী ফেরিওয়ালারা ৫০ থেকে ১০০ টাকায় পর্যন্ত বিক্রি করছে।
শনিবার বিকেল ৩টা থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। এরইমধ্যে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। সভাস্থলে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা-ব্যবস্থা।