গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নীলফামারীর সৈয়দপুর শহরের পাঁচমাথা সংলগ্ন তামান্না সিনেমা হলের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা সময় এই তিন প্রতারককে আটক করে ডিবি পুলিশ। এরা হলেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রামভদ্রপুরের মামুন (২২), মুরাদ ইসলাম (২৩) এবং নীলফামারী সদরের পলাশবাড়ীর ইউনুস নবী সোহেল (২১)। ডিবি টীম ইনচার্জ (ওসি) আকতার হোসেন জানান, অ্যাপস-এর মাধ্যমে তাদের সহযোগী আসামীদের সহায়তায় বিভিন্ন সহজ-সরল মানুষের নামে রেজিস্ট্রেশনকৃত সিম আসামীগণ নিজের সিম হিসাবে ব্যবহার করে সাধারন মানুষের মোবাইল নম্বর হ্যাক করে তাদের মোবাইল হতে বিকাশ ও নগদ অ্যাপস সহ অন্যান্য অ্যাপস এর মাধ্যমে প্রতারনামূলক ভাবে টাকা আত্মসাৎ করছিলো। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে অভিযান পরিচালনা করা কালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীগণ দিগ্বিদিক ছুটাছুটি করা কালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ধৃত আসামী এ সময়ে বিধি মোতাবেক সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারকৃত প্রতারণার কাজে ব্যবহৃত আলামত (মোবাইল ফোন ও সিম কার্ড) জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আজ ২৩ জুলাই (বুধবার) সৈয়দপুর থানার একটি মামলা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফইম উদ্দিন।