এবারের (২০২৫ সাল) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে দ্বিতীয় ও নীলফামারী জেলায় প্রথম স্থান অর্জন করেছে আহনাফ তাহমিদ হিসাম। সে নীলফামারীর সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়ে বিজ্ঞান বিভাগে ওই কৃতিত্বপূর্ণ ফলাফল বয়ে এনেছে। সে বোর্ডের পরীক্ষায় সর্বমোট এক হাজার তিন শত নম্বরের মধ্যে এক হাজার ২৫৮ নম্বর পেয়েছে। ভবিষ্যতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করে দেশের সেবা করতে চায়।
জানা গেছে, রংপুরের বদরগঞ্জ পৌর এলাকার শঙ্করপুর মন্ডলপাড়ার বাসিন্দা সৌদি প্রবাসী হাফিজুল ইসলাম ও মোছা আরমিনা আক্তার এর বড় ছেলে সে।
সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মশিউর রহমান বলেন, আহনাফ তাহমীদ নিসামের অভাবনীয় ফলাফলে আমরা অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত। সে একজন অত্যন্ত বিনয়ী ও মেধাবী ছাত্র। তাঁর মধ্যে একটি সুপ্ত প্রভিতা লুকায়িত রয়েছে তা আমরা প্রতিষ্ঠানে ভর্তির পর থেকে লক্ষ্য করেছি। তাই আমরা প্রতিষ্ঠানগতভাবে তাকে বিশেষ নজরদারিতে রেখেছিলাম। সে প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত ভালো ফলাফল বয়ে আনবে আগে থেকেই সেটি আমরা আশা করেছিলাম। আর সেটি করে দেখিয়েছে সে। আমরা শিক্ষক হিসেবে আশা করি ভবিষ্যতে মেধাবী আহনাফ তাহমীদ হিসাম অনেক অনেক বড় মানুষ হবে। দেশের কল্যাণ নিজেকে নিয়োজিত করবে।