নীলফামারীর সৈয়দপুর মুন্সিপাড়া মহিলা কলেজ সংলগ্ন একটি বাসা থেকে মোছাঃ আলেমা (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে সৈয়দপুর থানা পুলিশ।
আজ মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে পৌর এলাকার ০৫ নং ওয়ার্ড মুন্সিপাড়া (মহিলা কলেজের পাশে) মোঃ জাহিদুল (৫০) এর কোয়াটার থেকে ঐ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা DRBNEWS কে বলেন তিনদিন আগে রাতে ঐ কোয়াটারে বসবাসকারী জাহিদুল ঐ নারীকে নিয়ে আসে । ঐ রাতে কি হয়েছে তারপর থেকে আমার জানি না । তার রুমে তালা ঝুলিয়ে রাখছে । আজ সকালে ঐ কোয়াকাটারের পাশের বাড়ির সেলিনা নামে এক বাসিন্দাকে সকালে কল করে জাহিদুল ইসলাম বলেন,আমার রুমে একজন মরে আছে । এ কথা বলে জাহিদুল কল কেটে দেয়। পরে ঐ বাসিন্দা স্থানীয়দের বিষয়টি বললে স্থানীয়রা সৈয়দপুর থানা পুলিশকে খবর দেয়। পরে সৈয়দপুর থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফইম উদ্দিন DRBNEWS কে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশসহ বাসাটি আমাদের জিম্মায় রাখা হয়েছে । রংপুর থেকে ক্রাইম সিন টিম আসছেন। তারা আসার পর সরেজমিন সুরতহাল রিপোর্ট করে লাশ থানায় নেয়া হবে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য নীলফামারীর মর্গে পাঠানো হবে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত রংপুর থেকে সিআইডি টিম তদন্ত কার্যক্রম পরিচালনা করছিলেন।