শিরোনাম
পুলিশের প্রিজন ভ্যানেই সিগারেট খেতে দেখা গেলো গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার অন্যতম আসামীকে! স্ত্রীকে মেরে ফেলে ৯৯৯- এ কল দিয়ে স্বামী বললেন ‘আমাকে নিয়ে যান’ ২ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক কাউনিয়ায় তিস্তা নদী ভাঙ্গনে বিলীন হচ্ছে বসতবাড়ি, প্রয়োজনের তুলনায় নেই জিও ব্যাগ রাজধানীর নিউ মার্কেটে সামুরাই, চাপাতিসহ বিভিন্ন ধারালো অস্ত্রের গুদামের সন্ধান নীলফামারীতে মাকে মারধরের দায়ে ছেলের কারাদণ্ড গাজীপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে চলাচল বন্ধ হাসিনা বারোটা বাজিয়েছে, অন্তর্বর্তী সরকার চব্বিশটা বাজায়ে দিসে : মির্জা আব্বাস সৈয়দপুরে ভুয়া ডিবি পরিচয়ে টাকা দাবির অভিযোগে দুইজন আটক রংপুরে রিকশা চালকদের মাঝে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD) রংপুর জেলার ছাতা বিতরণ
রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন

সৈয়দপুরে ভুয়া ডিবি পরিচয়ে টাকা দাবির অভিযোগে দুইজন আটক

নীলফামারী প্রতিনিধি / ১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

নীলফামারীর সৈয়দপুরে ভুয়া ডিবি পরিচয়ে টাকা দাবির অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৯ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া অচিনা ডাঙা এলাকা থেকে স্থানীয়রা তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

আটকরা হলেন— কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের মো. আশরাফ আলীর ছেলে দুলাল হোসেন (৪৬) ও নীলফামারী সদর উপজেলার দাড়োয়ানী মোল্লাপাড়ার মৃত ইনসানের ছেলে ফারুক হোসেন (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তার আসামিরা ওই এলাকার তারিকুল ইসলামের কাছে ডিবি পরিচয়ে দুই লাখ টাকা দাবি করেন। পরে ৬০ হাজার টাকায় সমঝোতার প্রস্তাব দিয়ে তারিকুলকে কৌশলে ডেকে আনেন। বিষয়টি আঁচ করতে পেরে তারিকুল তার বড় ভাই ভুট্টোর অচিনা ডাঙা এলাকায় নিয়ে গিয়ে ‘ভুয়া ডিবি’ বলে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে তাদের আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের থানায় নিয়ে যায়।

অভিযোগ রয়েছে, দুলাল পূর্বেও সৈয়দপুর ও কিশোরগঞ্জ এলাকার বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মামলা ও আটকের ভয় দেখিয়ে অর্থ আদায় করেছে এবং নিজেকে ডিবি পুলিশের সোর্স পরিচয় দিয়েছে। এদিকে, তারিকুল ইসলামের বিরুদ্ধেও ভিসা প্রতারণার মাধ্যমে প্রায় ৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

নীলফামারী ডিবি অফিসের এসআই জাকির হোসেন বলেন, ‘দুলাল সোর্স হিসেবে কাজ করার জন্য অনেকবার বলেছে, কিন্তু আমি পাত্তা দিইনি। আমার নাম ব্যবহার করে যদি কোনো অপকর্ম করে থাকে, তবে অবশ্যই আইনের আওতায় আসবে। আমার বিরুদ্ধে অর্থ নেওয়ার অভিযোগ সঠিক নয়।’

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিন জানান, আটক ব্যক্তিরা ডিবি পরিচয় দিয়েছে কি না তা যাচাই করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া চলমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ