গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে রংপুর থেকে ছেড়ে আসা (নোয়াখালী টু পঞ্চগড়) তৈয়বা ক্ল্যাসিক পরিবহনকে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কলাবাগান নামক স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে র্যাব-১৩ একটা টিম। সেখানে সন্দেহজনক যাত্রী খোকন মিয়ার(৫৫) দেহ তল্লাশী করে উক্ত পরিমান ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে খোকনের বাড়ি নোয়াখালী সদরের শৌল্লকিয়া গ্রামে। সে বীরগঞ্জ যাচ্ছিলো।
এই ঘটনায় সৈয়দপুর থানায় মামলা নং ১৩, একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণী ১০(ক) ধারায় মামলা হয়েছে।