নীলফামারীর সৈয়দপুরে সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন অব সৈয়দপুর (সোস) এর উদ্যােগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত তিন শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। আজ ২ আগস্ট বিকালে শহরের মুর্তজা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক ও ট্রেজারার এবং সাবেক বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো. নেয়ামুল ইসলাম ফাতেমী বীরপ্রতীক।
সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. সাজেদুল ইসলাম সাজুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. মোসফেক-উল-হাসান, তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিল্পী আক্তার, সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের প্রধান শিক্ষক খালেকুজ্জামান, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোসলেম উদ্দিন, সংগঠনের উপদেষ্টা সেকেন্দার আলী আদনান, আমার দেশ পত্রিকার সৈয়দপুর প্রতিনিধি সোস উপদেষ্টা সাহাবাজ উদ্দিন সবুজ, খালিসা বেলপুকুর স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ সৈয়দ আমিরুল ইসলাম, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার মনোরোগ বিশেষজ্ঞ ডা. তানভীর রহমান শাহ্ , নীলফামারী জজকোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর রবিউল ইসলাম, সোস পরিচালক শরিফুল ইসলাম শরিফ, এলজিইডি সহকারী প্রকৌশলী আবু হেলাল , সংগঠনের উপদেষ্টা আব্দুল্লাহ আল মাহমুদ বুলবুল, মুকুল হোসেন সরকার, ব্যাংকার জাকারিয়া আল মাসুদ প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক কৃর্তী শিক্ষার্থীদের সনদ, ক্রেস্ট ও বই তুলে দেন অতিথিরা। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।
বক্তারা শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতে মোটিভেশনাল বক্তব্য প্রদান করেন।