শিরোনাম
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের চিকিৎসক শ্বশুরবাড়িতে—জরুরি বিভাগেই রোগীর মৃত্যু এক বা দুই বিষয়ে ফেল করাদের কলেজে ভর্তির সুযোগ দাবি সিবগাতুল্লাহর বৃদ্ধা মায়ের ভার বইতে অপারগতা; কৌশলে শাশুড়িকে রাস্তায় রেখে পালালেন পুত্রবধূ কাউনিয়ায় খেলাফত মজলিসের কমিটি গঠন ৭ মার্চেও সোহরাওয়ার্দী উদ্যান জামায়াতের সমাবেশের মতো টইটম্বুর হয়ে ভরে ওঠেনি: তাহের ‘জয় বাংলা’ স্লোগানে টিকটক ভিডিও বানাতে গিয়ে আটক হলেন ১২ তরুণ দিনাজপুরে ঝড়ে গাছ ভেঙে অটোর উপর পড়ে গৃহবধূ নিহত, আহত শিশু ও চালক ‘কিসের স্বাধীন দেশ, আমার বাবাকে প্রকাশ্যে হত্যা করে মিছিল করতেছে’ মিছিলের প্রস্তুতির সময় গ্রেপ্তার হলেন নিষিদ্ধ ছাত্রলীগের তিন কর্মী রাণীশংকৈলে সাপের কামড়ে যুবকের মৃত্যু
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ন

সৈয়দপুরে কিন্ডারগার্টেন সোসাইটির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।

মোঃ আমির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি / ২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

নীলফামারীর সৈয়দপুরে পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনের সুযোগ না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার(২৪ জুলাই) বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি সৈয়দপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে ওই কর্মসূচি পালন করা হয়। বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধনে উপজেলার ৩১টি কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশ নেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি উপজেলা শাখার সভাপতি ও আল-হুদা একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম।

শিশু স্বর্গ বিদ্যা নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. শফিকুল আলমের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের কিন্ডারগার্টেন শাখার উপাধ্যক্ষ মো. জাবেদ আলী শেখ, লায়ন্স স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মশিউর রহমান, ইকরা বাংলাদেশ এর পরিচালক ক্কারী মাওলানা মো. মাকসুদুর রহমান, আল-ফারুক একাডেমির সহকারী শিক্ষক আবু বক্কর সিদ্দিক, মকবুল হোসেন ট্রাষ্ট একাডেমির মমিনা জেসমিন, সৈয়দপুর রেসিডেন্সিয়াল মডেল স্কুলের মো. ইসমাঈল হোসেন, নিউ মিলেনিয়াম স্কুলের অধ্যক্ষ মোর্শেদা রহমান, আল-হুদা একাডেমির আনিসুল ইসলাম বুলবুল, সামশুল হক মেমোরিয়াল কিন্ডারগার্টেন স্কুলের কোয়েলিয়া বিশ্বাস, রেঁনেসা কিন্ডারগার্টেন স্কুলের মো. আসাদুজ্জামান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দেশে প্রাথমিক শিক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকায় সবচেয়ে বেশি। অথচ এ সব প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থীকে বঞ্চিত করে শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা -২০২৫ গ্রহনের জন্য একটি পত্র জারি করা হয়েছে। এটি সম্পূর্ণভাবে বৈষ্যমমূলক। বিগত ২০০৯ সাল তেকে ২০১৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও ২০২২ সালের অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহনের মাধ্যমে কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যাপক কৃতিত্ব অর্জন করেছে। বৃত্তি শুধুমাত্র একটি আর্থিক অনুদানই নয়; এটি একটি শিশুর আত্নবিশ্বাস, মেধার স্বীকৃতি এবং শিক্ষাগত অগ্রগতির অনুপ্রেরনা।

এছাড়াও কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেশের বেকার সমস্যা সমাধানে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। অথচ কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রাথমিক শিক্ষার গুনগত মান বজায় রেখে প্রাথমিক শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সত্তে¡ও কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বঞ্চিত করতে এ ধরণের পত্র জারি করা হয়েছে।

মানববন্ধন শেষে পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনের সুযোগ দেওয়া এবং প্রাথমিক অধিদপ্তর কর্তৃক প্রকাশিত পত্র বাতিলের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবরে ইউএনও’র মাধ্যমে একটি স্মারক লিপি প্রদান করা হয়। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর –ই-আলম সিদ্দিকী স্মারকলিপি গ্রহন করেন এবং সেটি যথাযথভাবে প্রধান উপদেষ্টার দপ্তরের প্রেরণের ব্যবস্থা নেবেন বলে জানান। এ সময় উপজেলা প্রশাসনিক কর্মকর্তা একেএম আমিরুজ্জামান শামীমসহ বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ