নীলফামারীর সৈয়দপুরে এসএসসি পরীক্ষায় ফেল করায় হতাশাগ্রস্ত হয়ে ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে এক কিশোরী। তবে স্থানীয়দের সহযোগিতা ও রেলওয়ে পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় অল্পের জন্য রক্ষা পেয়েছে তার প্রাণ।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, নাসরিন (ছদ্দনাম) নামের ওই কিশোরী ফলাফলে অকৃতকার্য হওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়ে। এক পর্যায়ে সে সৈয়দপুর রেলস্টেশনের পাশে রেললাইনে গিয়ে দাঁড়ায়। প্ল্যাটফর্মে থাকা কয়েকজন যাত্রী বিষয়টি দেখতে পেয়ে দ্রুত রেলওয়ে পুলিশকে খবর দেন।
তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে রেলওয়ে পুলিশ কিশোরীটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তার সাথে কাউন্সেলিং করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
সৈয়দপুর রেলওয়ে থানার একজন কর্মকর্তা জানান, ‘আমরা চাই না কেউ কোনো হতাশা থেকে এমন চরম সিদ্ধান্ত নিক। তার পরিবারকে বিষয়টি জানিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে যেন ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।’