আওয়ামী শাসনের পতনের বর্ষপূর্তি ও ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর ধারাবাহিকতা রক্ষায় নীলফামারীর ডোমারে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে ছাত্র ও গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে জনসমুদ্রের রূপ নেয়।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির নেতা ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মো. শাহারিন ইসলাম চৌধুরী তুহিন অভিযোগ করেন, ১৭ বছর ধরে চলা আওয়ামী শাসনে জনগণ নিপীড়িত ও বঞ্চিত। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়েছে, তবুও তিনি দেশের মাটি ছেড়ে যাননি।
তার দাবি, শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপিই আজ দেশের গণতন্ত্রের শেষ ভরসা। যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে দেশের মানুষ তারেক রহমানকেই পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করবে।
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসন প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই জনপদ থেকে বিএনপিই বিজয়ী হবে।
সভায় সভাপতিত্ব করেন ডোমার উপজেলা বিএনপির সভাপতি মো. রেয়াজুল ইসলাম (কালু)। তিনি বলেন, ডোমার-ডিমলার মাটিতে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এখন চূড়ান্ত পর্যায়ে। এই জনসমাবেশ প্রমাণ করে, জনগণ আর কোন সরকারের দুঃশাসন চায় না।
ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদলসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হন। পুরো এলাকাজুড়ে ছিল প্রতিবাদী স্লোগান ও উজ্জীবিত পরিবেশ।
আয়োজকদের দাবি, এটি ডোমারের ইতিহাসে বিএনপির সর্ববৃহৎ জনসমাবেশ।