রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষিকা মেহেরীন চৌধুরীর দৃঢ় উপস্থিতি ও দ্রুত সিদ্ধান্তে অন্তত ২০ জন শিক্ষার্থী প্রায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছিলেন। তার এমন আত্মত্যাগ জাতির কাছে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তার এমন সাহস, ভালোবাসা ও ত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে সমগ্র জাতি। এবার হোম অব ক্রিকেট মিরপুরেও তাকে শ্রদ্ধাভরে স্মরণ করলেন দেশের ক্রীড়াপ্রেমীরা।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গ্র্যান্ড স্ট্যান্ডের একপাশে, পাকিস্তানের ড্রেসিংরুম প্রান্তে শোভা পেয়েছে মেহেরীন চৌধুরীর একটি বিশাল ব্যানার। সেখানে তাকে আখ্যা দেওয়া হয়েছে,
“মানবতার মহীয়সী নারী, বীরশ্রেষ্ঠ শিক্ষিকা মেহেরীন চৌধুরী।”
ব্যানারে সংযুক্ত করা হয়েছে মৃত্যুশয্যায় থাকা অবস্থায় স্বামীর সঙ্গে তার একটি আবেগঘন কথোপকথনও—যা উপস্থিত দর্শকদের আবেগে ভাসিয়ে দেয়। স্টেডিয়ামে উপস্থিত অনেকেই দাঁড়িয়ে ব্যানারটির দিকে তাকিয়ে ছিলেন নীরব শ্রদ্ধায়।
এদিকে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে টস হেরে প্রথমে ব্যাটিং করছে পাকিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ ওভার ১ বলে শেষে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান সফরকারীদের।