সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আজ মাঠে নেমেছিল বাংলাদেশ। ঢাকার কিংস অ্যারেনায় ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে লাল-সবুজের দলের মেয়েরা। তুমুল আক্রমণে লঙ্কানদের রক্ষণ চুরমার করে দেওয়া স্বাগতিকরা প্রথম এক ঘণ্টার মধ্যেই ৭-০ গোলে যায়। এরপর দ্বিতীয়ার্ধেও একই ধারা বজায় রেখেছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত ৯-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের দল।ম্যাচের দ্বিতীয় মিনিটে ফ্রিকিক থেকে দারুণ এক গোলে বাংলাদেশকে এগিয়ে দেন স্বপ্না রানী। এর দুই মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন মুনকি আক্তার। এরপর আরও বেশ কয়েকটি সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন বাংলাদেশের মেয়েরা। তবে ৩৭ মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন সাগরিকা৷ এরপর ৩৮ ও ৪৫ মিনিটে দুবার প্রতিপক্ষের জালে বল জড়ালেও অফসাইডের কারণে তা বাতিল হয়।
৩–০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে নামার পর ১২ মিনিটের মধ্যে আরও ৪ গোল করে ফেলে বাংলাদেশ। ৫৩ ও ৫৮ মিনিটে পরপর দুটি গোল করে হ্যাটট্রিক করেন সাগরিকা। এর আগে ৪৮তম মিনিটে মুনকি, ৫০তম মিনিটে শিখা গোল করেন।
৮৫ মিনিটে স্কোরলাইন ৮–০ করে বাংলাদেশ। এবার গোল করেন রুপা আক্তার। দুই হালি গোল হজম করার পর একটি গোলের দেখা পায় লঙ্কানরা। তবে এরপর আরও এক গোল হজম করতে হয়েছে দলটিকে। খেলা শেষ হওয়ার বাংলাদেশের হয়ে নয় নম্বর গোলটি করেন শান্তি মার্ডি।
বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান—এই চার দেশ নিয়ে শুরু হয়েছে সাফের এই আসর। ভারতের খেলার কথা থাকলেও দেশটি নাম প্রত্যাহার করে নিয়েছে। চার দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একে অন্যের সঙ্গে দুবার করে খেলবে। একটি দল ছয়টি করে ম্যাচ পাবে। আর শীর্ষ পয়েন্টধারী দলের হাতে উঠবে কাঙ্ক্ষিত ট্রফি। ১৩ জুলাই নেপালের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৫ ও ১৭ জুলাই টানা দুই ম্যাচে মেয়েদের প্রতিপক্ষ ভুটান। ১৯ জুলাই আবার লঙ্কানদের মুখোমুখি হবেন স্বপ্না-সাগরিকারা। আর ২১ জুলাই নিজেদের শেষ ম্যাচে নেপালকে মোকাবিলা করবে বাংলাদেশ।