শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নে ৬০ বছর বয়সী সৈয়দ আলী ওরফে চিকু মিয়ার বিরুদ্ধে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
ঘটনার পর হতে একটি মহল ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
গত মঙ্গলবার (২৬ আগস্ট) এই পাশবিক ঘটনাটি ঘটে। আর এ ঘটনায় সদর থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম অভিযোগের তথ্যটি জানিয়েছেন।
ভুক্তভোগী পরিবার, ২৬ আগস্ট সকালে শিশুটি পিঠা কিনতে দোকানে যাচ্ছিলেন। এমন সময় চিকু মিয়া শিশুটিকে ডেকে বাড়িতে নিয়ে যায় এবং যৌন হয়রানি করে। সেসময় শিশুটির কান্নাকাটি শুরু করে এবং কৌশলে বের হয়ে আসে। সেদিন স্কুল শিক্ষিকাকে বিষয়টি খুলে জানান। পরবর্তীতে ভুক্তভোগী পরিবার আইনি ব্যবস্থা নিতে চাইলে প্রথমে একটি মহল ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।
স্থানীয়রা জানায়, অভিযুক্ত চিকু মিয়া আগেও এমন অপরাধ ঘটিয়েছেন। গত ২১ ফেব্রুয়ারি একই ধরনের একটি ঘটনা ঘটেছিল, সে সময়ও হুমকি দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়া হয়েছিল। অভিযুক্ত চিকু মিয়া গ্রামের দরিদ্র ও নিরীহ পরিবারগুলোকে টার্গেট করে এই ধরনের অপরাধ করে আসছেন। এসব পরিবার আর্থিক ও সামাজিকভাবে দুর্বল হওয়ায় আইনি ব্যবস্থা নিতে পারবে না। এই জঘন্য অপরাধের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম জানায়, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ হতে অভিযোগ দায়ের করেছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।