শিরোনাম
দেশে মব সন্ত্রাসে চার বছরে মৃত্যুহার বেড়েছে পাঁচ গুণ জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির কর্মসূচিতে হামলা, আহত ২০ ঠাকুরগাঁওয়ে যৌথবাহিনীর অভিযানে ফেনসিডিলসহ ‘জুলাইযোদ্ধা’ আটক ১২০তম জন্মদিন পালন করলেন শ্রীমঙ্গলের রাম সিং গড়, আসল বয়স ১৩৬ সাদা পাথর লুটপাট: সিলেটের বিএনপি নেতার সব পদ স্থগিত উপদেষ্টা হয়েও পাথর তোলা বন্ধ রাখতে পারলাম না : রিজওয়ানা রাজাকার, রাজাকার স্লোগানের পর ঢাবির ভিসিকে যা বলেছিলেন শেখ হাসিনা ২০ আগষ্ট উদ্বোধন হতে যাচ্ছে সুন্দরগঞ্জের তিস্তা সেতুর সংস্কার বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি: আখতার ২৪ ঘণ্টায় কলেজছাত্রী রত্না হত্যার রহস্য উদঘাটন; বিশেষ পুরস্কার পেলেন পুলিশ পরিদর্শক প্রবীর
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন

সাড়ে ৫ মাসেই কুরআনের হাফেজ শিশু সাইদুল

ডেস্ক রিপোর্ট / ৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

কুমিল্লার মুরাদনগরে সাড়ে ৫ মাসেই কুরআনের হাফেজ হয়েছে সাইদুল ইসলাম নামে ৮ বছরের এক শিশু। মুরাদনগর উপজেলার বাইড়া দারুল কুরআন নুরানিয়া হাফেজিয়া মাদরাসা থেকে কুরআন মুখস্ত করে ওই শিশু শিক্ষার্থী। সে বাইড়া গ্রামের সবজি বিক্রেতা আক্কাস আলীর ছেলে।

কুরআনে হাফেজ হওয়ায় মঙ্গলবার (২৪ জুন) দুপুরে এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় সাইদুলকে। হাফেজ অহিদুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান তৈয়বুর রহমান তুহিন, হজরত মাওলানা আমজাদ হোসাইন, সাজ্জাদ হোসেন, হাফেজ সহিদুল ইসলাম প্রমুখ।

এ সময় মাদ্রাসার প্রধান শিক্ষক সহিদুল ইসলাম বলেন, সাইদুলের আন্তরিক প্রচেষ্টা ও শিক্ষকদের তত্ত্বাবধানে খুব কম সময়ে সে হিফজ সমাপ্ত করতে পেরেছে। মাত্র সাড়ে ৫ মাসেই এ শিক্ষার্থী পবিত্র কুরআন মুখস্ত করার গৌরব অর্জন করে। তার এমন কৃতিত্বে অভিভাবক, শিক্ষক, সহপাঠী এবং এলাকাবাসী আনন্দিত। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন শিশু হাফেজের পরিবার।

সাইদুলের বাবা আক্কাস আলী বলেন, ছোটবেলা থেকেই কুরআন হিফজের বিষয়ে সাইদুলের প্রবল ইচ্ছা ও আকর্ষণ ছিল। মাদরাসায় ভর্তির জন্য সে নিজেই প্রচেষ্টা চালায়। ২০২৪ সালের ৬ ডিসেম্বর তাকে মাদরাসায় ভর্তি করানো হয়। ২০২৫ সালের শুরুতে তাকে পবিত্র কুরআনের সবক দেওয়া হয়। সাড়ে ৫ মাসের মধ্যেই সে কুরআনের হাফেজ হয়ে ওঠে। দ্রুত সময়ে তার সফলতায় আমরা সবাই খুব খুশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ