সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য পুনরায় চালু হওয়া বৃত্তি পরীক্ষার নিয়ম বহাল রাখার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, মিঠাপুকুর উপজেলা শাখা।
আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) মিঠাপুকুর উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা জানান, কিন্ডারগার্টেন স্কুলগুলোর শিক্ষকদের অযৌক্তিক দাবির প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করছেন। সমিতির সভাপতি মোঃ শহীদুল ইসলাম সাধন ও কমিটির সকল নেতৃবৃন্দের স্বাক্ষরিত একটি স্মারকলিপি মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিল্লুর রহমানের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে।
স্মারকলিপিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশিরভাগই নিম্নবিত্ত পরিবারের। তাদের আর্থিক প্রণোদনা দেওয়ার জন্য এই বৃত্তি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অন্যদিকে, কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের নিজস্ব বৃত্তি ব্যবস্থা চালু আছে। তাই শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষার সুযোগ থাকা যৌক্তিক।
শিক্ষক নেতারা মনে করেন, সরকারের এই সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে এবং নিম্নবিত্ত পরিবারের শিশুদের শিক্ষার মূল স্রোতে যুক্ত হতে উৎসাহিত করবে। তারা প্রধান উপদেষ্টার প্রতি আবেদন জানান যেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষার নিয়মটি বহাল রাখা হয়।