শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩১ অপরাহ্ন

সরকারি কাজে ইচ্ছাকৃত বাধা প্রদানের অপচেষ্টার অভিযোগ তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের।

আশিকুর রহমান রনি; পঞ্চগড় প্রতিনিধি / ৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পর্যটন শিল্পকে কেন্দ্র করে নানা উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছে উপজেলা প্রশাসন। স্থানীয়দের চাহিদা ও পর্যটকদের বাড়তি আকর্ষণের কথা মাথায় রেখে মহানন্দা নদীর তীরজুড়ে ওয়াকওয়ে, ব্রিজ, শিশু পার্ক, পিকনিক কর্নার সংস্কারসহ বেশ কিছু কাজ এগিয়ে চলছে। তবে চলমান এসব উন্নয়নকাজ ভাঙচুরের কারণে বারবার ব্যাহত হচ্ছে।

প্রশাসন সূত্রে জানা যায়, মহানন্দা নদীর পাড় ধরে ওয়াকওয়ে নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। পাশাপাশি কয়েকটি নতুন ব্রিজ নির্মিত হয়েছে। পিকনিক কর্নারের মাঝের ঘর সংস্কার করা হয়েছে, সেখানে ডাইনিং স্পেস তৈরি ও বেসিন স্থাপন করা হয়েছে। পার্ক এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রয়েছে এবং শিশু পার্কের কাজও দৃশ্যমান। ইতিমধ্যে ফ্ল্যাগ স্ট্যান্ড নির্মাণ সম্পন্ন হয়েছে।

কিন্তু এই উন্নয়ন কাজের মাঝেই একের পর এক নাশকতামূলক কর্মকাণ্ড লক্ষ্য করা যাচ্ছে। অভিযোগ পাওয়া গেছে—ওয়াকওয়ে থেকে প্রায় ৩৫টি টাইলস ভেঙে ফেলা হয়েছে, দিনে দুপুরে বেসিনের পানির লাইন খুলে নিয়ে গেছে দুষ্কৃতিকারীরা,বসার বেঞ্চের নাট-বল্টু খুলে লোহার পাত নিয়ে যাওয়া হয়েছে।

এসব ঘটনায় স্থানীয় প্রশাসন মনে করছে, এটি কোনো সাধারণ চুরি নয়; বরং ইচ্ছাকৃতভাবে সরকারি কাজে বাধা দেওয়ার অপচেষ্টা।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি অর্থে এসব উন্নয়নকাজ করা হচ্ছে। কাজ শেষ হওয়ার পর যদি ভাঙচুর বা ক্ষতি হয়, তখন নতুন করে সংস্কার করতে দীর্ঘ সময় লেগে যাবে। এতে জনগণের অর্থের অপচয় হবে। প্রশাসনের আহ্বান— যদি কারও মনে হয় এসব কাজ প্রয়োজন নেই, তবে সরাসরি জানাতে হবে, যাতে সরকারি অর্থ ফেরত পাঠানো যায়।

স্থানীয়দের মতে, তেঁতুলিয়ায় পর্যটনকেন্দ্রিক উন্নয়ন কাজ হলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এখানে আসবেন। এতে একদিকে যেমন স্থানীয় অর্থনীতি চাঙ্গা হবে, অন্যদিকে কর্মসংস্থানের সুযোগও বাড়বে। তবে পরিকল্পিতভাবে ভাঙচুর চলতে থাকলে পুরো উদ্যোগই হুমকির মুখে পড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ