শিরোনাম
ভোট জালিয়াতি করে ২৯৩ আসন ছিনিয়ে নিয়েছিলেন শেখ মুজিব: তুষার নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যালয়ের শিক্ষককে শিক্ষা অফিসের কাজে নিয়োগ মধ্যরাতে এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ২৫০ এর অধিক আসন পাবে : দুলু শেখ হাসিনাকে ফিরিয়ে আনার শপথগ্রহণ যুবকের, ভিডিও ভাইরাল কালীগঞ্জে বিএনপি চেয়ারপার্সনের জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল কিশোরগঞ্জে বিএনপি চেয়ারপারসনের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হিলিতে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল সিলেটে লুট হওয়া ১ লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে শেখ মুজিব জাতির জনক নন, তবে তার ত্যাগ স্বীকার করি: নাহিদ ইসলাম
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ন

সম্ভাব্য তিন উত্তরসূরির নাম ঘোষণা করেছেন খামেনি

ডেস্ক রিপোর্ট / ৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫

নিউ ইয়র্ক টাইমসের প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের ভূখণ্ডে ক্রমবর্ধমান ইসরায়েলি আক্রমণের মধ্যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি তার জীবন এবং ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্ব কাঠামো উভয়কেই রক্ষা করার জন্য ‘একটি অসাধারণ ধারাবাহিক পদক্ষেপ’ নিয়েছেন। শনিবার (২১ জুন) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, তিনি তার মৃত্যুর ক্ষেত্রে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তিন জন সিনিয়র ধর্মীয় নেতার নাম জানিয়েছেন।

জরুরি যুদ্ধ পরিকল্পনার সঙ্গে পরিচিত তিন জন ইরানি কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, খামেনি ইলেকট্রনিক যোগাযোগ স্থগিত করেছেন এবং সনাক্তকরণ এড়াতে একজন ‘বিশ্বস্ত সহকারীর’ মাধ্যমে কমান্ডারদের সঙ্গে কথা বলছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সর্বোচ্চ নেতা এখন একটি ‘বাঙ্কারে’ সময় কাটাচ্ছেন। তাকে হত্যা করার জন্য ইসরায়েলি হুমকির মধ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিউ ইয়র্ক টাইমসের উদ্ধৃত করা কর্মকর্তাদের ভাষ্য, খামেনি বিশ্বাস করেন যে, ইসরায়েল অথবা আমেরিকা তাকে হত্যার চেষ্টা করতে পারে।

প্রতিবেদনে ইরানের বর্তমান পরিস্থিতির গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছে এবং উল্লেখ করা হয়েছে, খামেনির পুত্র মোজতবা, যিনি একসময় গুঞ্জনে এসেছিলেন, উত্তরসূরিদের মধ্যে তার নাম নেই।

প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা উদ্বেগের কারণে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে, যার মধ্যে রয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সামরিক কমান্ডারদের ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের ওপর বিধিনিষেধ।

নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদন সম্পর্কে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য আসেনি বলে জানানো হয়।

১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাসহ বেশ কয়েকটি স্থানে বিমান হামলা শুরু করলে শত্রুতা শুরু হয়। এর ফলে তেহরান প্রতিশোধমূলক হামলা চালায়।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তখন থেকে কমপক্ষে ২৫ জন নিহত এবং শত শত আহত হয়েছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় ইরানে ৪৩০ জন নিহত এবং ৩,৫০০ জনেরও বেশি আহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ