শিরোনাম
যুদ্ধে জড়াতে চায় ইসরায়েল, পূর্ণ প্রস্তুতিতে ইরান মাদকবিরোধী অভিযানে গিয়ে অর্থ লুট, ডিবি হারুনের ভাইসহ ৩ কর্মকর্তা বরখাস্ত পরীক্ষা দিতে এসে ধরা খেলেন ছাত্রলীগ নেতা, পুলিশের কাছে হস্তান্তর জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারকে ২৫ কোটি টাকা দিবে বাংলাদেশ ব্যাংক যুদ্ধবিরতির মধ্যেই চীন থেকে ক্ষেপণাস্ত্রের চালান পেলো ইরান জুলাইযোদ্ধাদের জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল নীলফামারীর জলঢাকায় এক কলেজেই তিন অধ্যক্ষ! সময় ভালো যাচ্ছে না, অনেকেই অনেক কথা বলছেন : মির্জা ফখরুল রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের পেটানো ওসি শাহ আলমকে বদলি এবার নীলফামারীর ৪ মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আসাদুজ্জামান নূর
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন

সময় ভালো যাচ্ছে না, অনেকেই অনেক কথা বলছেন : মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট / ৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

সময় তো ভালো যাচ্ছে না এখন, অনেকেই অনেক কথা বলছেন’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে আগামীতে ভালো সময় আসবে বলেও আশাবাদী এই প্রবীণ রাজনীতিবিদ।

মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বাংলা একাডেমিতে ‘সিভিল ডিসকোর্স ন্যাশনালস-২০২৫’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করে দ্য বাংলাদেশ ডায়ালগ (টিবিডি)।

মির্জা ফখরুল বলেন, অনেকেই মন খারাপ করছেন। আমি সব সময় আশাবাদী মানুষ। বয়স আমার অনেক, তবে সব সময় আশাবাদী মানুষ আমি। আমি মনে করি, এরপর ভালো সময় আসবে। আরও ভালো সময় আসবে।

তরুণেরা আগামীতে দেশের ভবিষ্যতে জোরালো ভূমিকা রাখবে আশাবাদ ব্যক্ত করে বিএনপির মহাসচিব বলেন, আমাদের তরুণেরা আমাদের চেয়েও অনেক অনেক বেশি যোগ্য হয়ে উঠছে। তারা এ দেশে ভবিষ্যতে আরও বেশি বড় ভূমিকা রাখতে সক্ষম হবে। তবে তর্ক আছে, বিতর্ক আছে, মতের অমিল আছে। আমরা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি।

আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে, তোমারও কথা বলার স্বাধীনতা থাকতে হবে এবং এটাই হচ্ছে উপযুক্ত গণতন্ত্র।

জেনারেশন গ্যাপ অনেক বেশি উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, তাদের বুঝতে আমার সময় লাগে। আমার মনে হয়, আমাদের বুঝতেও হয়তো সময় লাগে। যে কারণে এখন অনেক রাজনৈতিক সমস্যার দেখা দিচ্ছে। এটিকে অন্তত এক জায়গায় আনা যেত, তাহলে বোধ হয় অনেকগুলো সমস্যার সমাধান হতো।

মির্জা ফখরুল আরও বলেন, জেন-জিদের সঙ্গে আমাদের পরিচয় খুব কম। পরিচয়টা বাড়ানো দরকার। আবার ঢাকার চিন্তাভাবনার সঙ্গে ঠাকুরগাঁওয়ের চিন্তাভাবনা এক নয়। এই দূরত্ব মেটাতে হবে। তা না হলে আমরা যে প্রজন্ম, যে শক্তি, যে আর্মি তৈরি করতে চাচ্ছি, যেই আর্মি আমার বাংলাদেশকে বদলে দেবে, সেই জায়গায় আমরা আসতে পারব না।

বিতর্ক করার সময় ‘মাননীয়’ শব্দ পরিহারের অনুরোধ জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমার একটা আপত্তি আছে। মাননীয় প্রধানমন্ত্রী আর মাননীয় স্পিকার কথাটা কি আমরা বাদ দিতে পারি না? আমার কেন জানি মনে হয়, এই মাননীয় কথাটা থেকেই কিন্তু সমস্ত অটোক্রেসির (স্বৈরাচার) জন্ম হয়।

বাংলাদেশে কেউ মন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে তার মানসিকতা বদলে যায় দাবি করে মির্জা ফখরুল বলেন, আমাদের এখানে যেই মন্ত্রী হয়ে গেল, সে সম্পূর্ণভাবে ভিন্ন জগতে চলে গেল। তার স্যালুট, তার বাঁশি, তার গাড়ির সামনে একটা গাড়ি, পেছনে আরেকটা গাড়ি—এই যে মানসিকতাটা তৈরি হয়, এই মানসিকতা আমাকে ধীরে ধীরে ওই ডিক্টেটরের (স্বৈরশাসক) দিকে নিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ