বিদেশি অর্থায়নে পরিচালিত বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) লাইট হাউজ–এর উদ্যোগে বগুড়ায় “লাউঞ্চিং মিটিং” শীর্ষক একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার (২৫ আগস্ট) দুপুরে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা শারমিন মোর্শেদ।
স্থানীয় সূত্রে জানা যায়, এনজিওটি সমকামিতা ও এলজিবিটিকিউ অ্যাজেন্ডা বাস্তবায়নের সঙ্গে জড়িত— এমন খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়।
এরই প্রতিবাদে সিরাতে মুস্তাকীম পরিষদ বগুড়ার আহ্বানে এবং মুফতি মনোয়ার হোসেনের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা প্রথমে সার্কিট হাউসের সামনে অবস্থান নেন, যেখানে উপদেষ্টা শারমিন মোর্শেদ অবস্থান করছিলেন। পরে তারা লাইট হাউজ কার্যালয় ঘেরাও করে প্রতিবাদ জানান।
প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন হেফাজতে ইসলামের জেলা সহ-সভাপতি মাওলানা মামুন রাহমানী, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা আবদুল মাজেদ আনসারী, সিরাতে মুস্তাকীম পরিষদের প্রধান সমন্বয়ক আবদুস সোবহানসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, “দেশের অর্থে পরিচালিত একজন উপদেষ্টা কীভাবে সমকামী অ্যাজেন্ডা বাস্তবায়নকারী এনজিওর কর্মসূচিতে যোগ দেন— এর জবাব সরকারকে দিতে হবে।”
বক্তারা আরও বলেন, সমকামিতা সমাজের জন্য অভিশাপ এবং এটি পশ্চিমা রাষ্ট্রগুলোর চাপিয়ে দেওয়া ষড়যন্ত্র। তাদের মতে, রক্ষণশীল পারিবারিক কাঠামোর বাংলাদেশে এ ধরনের কার্যক্রম পরিবার ভাঙন ও সামাজিক অবক্ষয়ের কারণ হবে।
অংশগ্রহণকারীরা সমকামী সংস্কৃতি বিস্তার ও এ ধরনের এনজিও কার্যক্রম বন্ধের জোর দাবি জানান।