সব শহিদের রক্তের দায় পরিশোধের সময় এসেছে এখন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘গণতন্ত্র উত্তরণে কবি-সাহিত্যিকদের ভূমিকা ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় ভার্চুয়ালি বক্তব্যকালে এই মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, বাংলাদেশকে যাতে কেউ চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্যে পরিণত করতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, জনগণই সকল কিছুর মালিক এটা প্রতিষ্ঠিত করতে হলে একটি গণতান্ত্রিক নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।