বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তানভীর আহমেদের (১৪) মরদেহবাহী ফ্রিজিং ভ্যান দুর্ঘটনার কবলে পড়েছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে তার গ্রামের বাড়ি নিয়ে যাওয়ার পথে গাজীপুরের মৌচাক এলাকায় সড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে এ দুর্ঘটনা ঘটে ।
নিহত তানভীর টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের নগরভাত গ্রামের বাসিন্দা রুবেল মিয়ার ছেলে। বিষয়টি কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান নিশ্চিত করেন।
এ বিষয়ে ওসি আব্দুল মান্নান বলেন, ‘রাতে তানভীরের মরদেহ গ্রামের বাড়িতে নেওয়ার সময় মৌচাক এলাকায় ফ্রিজিং ভ্যানটি রাস্তার আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। পরে আমরা মরদেহটি উদ্ধার করে অন্য একটি ফ্রিজিং ভ্যানে তুলে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিই।