বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল অঞ্চল টিম সদস্য ভোলা জেলার সাবেক আমির ও ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের জামায়াতের মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেছেন, জামায়াতে ইসলামী প্রতিষ্ঠার পর থেকে সকল ধর্মের লোকদের অধিকার রক্ষায় কাজ করেছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় না থেকেও বিভিন্ন সময়ে দেশে সম্প্রীতি রক্ষায় কাজ করেছে। মন্দির, গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপসনালয়ের নিরাপত্তায় জামায়াত-শিবিরের কর্মীরা পাহারা দিয়েছে। বিভিন্ন প্রেক্ষাপটে অমুসলিম নারী পুরুষের ঘর বাড়ি, জান মালের নিরাপত্তায় জামায়াতে ইসলামী’র অতন্দ্র প্রহরীর ভূমিকা জামায়াত বিরোধীদের কাছেও প্রশংসিত হচ্ছে।
তিনি শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত চরফ্যাশন পৌরসভা ৪ নং ও ৩ নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর আয়োজনে পৃথক পৃথক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল আরো বলেন, জামায়াতের কোন নেতা কর্মীর গায়ে দুর্নীতির কাদা নেই। আমাদের দুই জন মন্ত্রী ছিলেন, তারা দুর্নীতির ব্যাপারে চ্যালেঞ্জ দিয়েছিলেন, চ্যালেঞ্জ গ্রহণ করে তাদের বিরুদ্ধে এক টাকার দুর্নীতির অভিযোগ কেউ আনতে পারেনি। জামায়াত ক্ষমতায় এলে রাস্ট্রের কাছে প্রত্যেক নাগরিকের পাওনা তাদের কাছে ন্যায্যতার ভিত্তিতে বন্টন করা হবে, ইনশাআল্লাহ। এ জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী’র দাড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য আপনাদের প্রতি আহবান জানাচ্ছি।