জুলাই সনদ কার্যকর ও সংস্কার বাস্তবায়ন ছাড়া এনসিপি নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। আজ (সোমবার, ১১ আগস্ট) রাতে দলটির কেন্দ্রীয় কার্যালয় বাংলামটরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এসময় তিনি নির্বাচনের বিষয়ে জানান, আইনশৃঙ্খলার যে পরিস্থিতি তাতে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেয়ার মত পরিস্থিতি তৈরি করা সম্ভব হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। তবে আসছে নির্বাচনে কমিশন ইভিএম পদ্ধতি বাতিল ও ‘না ভোট’ ফেরানোর ব্যাপারটিকে এনসিপি ইতিবাচক ভাবে দেখছে।
এসময় তিনি জুলাই সনদ নিয়ে সরকারের রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা দরকার বলে মন্তব্য করেন। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন করার দাবি জানান তিনি। এছাড়াও তিনি বলেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশ আবার আগের জায়গায় ফিরে যাবে।