আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত এবং ফেরারী আসামিদের নির্বাচনের অযোগ্য ঘোষণা এবং প্রার্থীকে স্বশরীরে এসে মনোনয়নপত্র দাখিল করতে হবে, সংস্কার কমিশনের এই প্রস্তাবে সম্মত নয় নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (১ মে) এনসিপির যুগ্ম আহবায়ক সরোয়ার তুষার বলেন, এই ইসি দ্বারা, অতীতের মতো নির্বাচন করা যাবে কিনা, সন্দেহ দেখা দিয়েছে। এই ইসি পুনঃগঠন করতে হবে।
তিনি আরও বলেন, এই ইসি দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। একটি বিশেষ দলকে ক্ষমতায় আনতে চেষ্টা করা হচ্ছে।
এনসিপির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, শ্রমিকরা এতবছর বঞ্চিত হয়েছে। পরবর্তী নির্বাচনে প্রবাসীদের ভোটের মূল্যায়ন যেন হয়। ইসি যেন সেই ব্যবস্থা নেয়।
তিনি আরও বলেন, শুধু সাময়িক কল্যানের যেন কোন সংস্কার করা না হয়। পুরো রাষ্ট্র উপকৃত হয়, এমন সংস্কার হোক।