শিরোনাম
থানায় ঢুকে কর্তব্যরত পুলিশ কর্মকর্তাকে হুমকি দেয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে চাকরি না থাকার কারনে আমাকে ছাড়তে চায় সানাই- স্বামী মূসা হাসিনার ফ্যাসিবাদের বৈধতা দিয়েছে শাহবাগীরা: সাদিক কায়েম জুলাই যোদ্ধাদের চিকিৎসায় ৯৭ কোটি টাকা ব্যয়, আজীবন মাসিক ভাতা নিশ্চিত আ.লীগ কর্মীদের গেরিলা প্রশিক্ষণ: মেজর সাদিকের স্ত্রী আটক নারীসহ আপত্তিকর অবস্থায় ধরা পড়লেন রমেক চিকিৎসক মারুফুল হাসান;’ চিকিৎসকের বাসায় নারী, দুজনকে পুলিশে দিল স্থানীয়রা রংপুরের গঙ্গাচড়ায় একটি অবৈধ বালু উত্তোলনস্থলের খননকৃত গর্ত থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করা যাবেনা- রংপুরে গয়েশ্বর চন্দ্র রায় লন্ডনে তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের একান্ত বৈঠক আবু সাঈদ হত্যার ভিডিও এআই দিয়ে বানানো : হাসিনার আইনজীবী
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন

সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করা যাবেনা- রংপুরে গয়েশ্বর চন্দ্র রায়

আবু সায়েম, স্টাফ রিপোর্টার / ১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশের প্রচলিত আইনে গণহত্যার দায়ে স্বৈরাচার হাসিনার বিচার সম্ভব। তাই সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করা যাবেনা। দেশের জনগণ ১৫ বছর ধরে অপেক্ষা করছেন ভোট দেওয়ার জন্য। তাই জনগণের ভোট দেয়ার আকাঙ্ক্ষা পূরণ করতে হবে।

বুধবার(৬ আগষ্ট) বিকেলে নগরীর গ্রান্ড হোটেল মোড়ে ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপুতিতে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তারা নতুন বাংলাদেশ দেখার স্বপ্ন দেখেছিলেন। শহীদদের নতুন বাংলাদেশ দেখার স্বপ্ন বাস্তবায়ন করতে চায় বিএনপি। সেই দায়িত্ব আগামী নির্বাচনের মাধ্যমে জনগণ বিএনপিকে দিবে সেই বিশ্বাস রয়েছে। এসময় তিনি শহীদ আবু সাঈদের সম-অধিকারের স্বপ্ন বাস্তবায়ন করতে বিএনপির নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান।

বৈষম্যবিরোধী আন্দোলনে বিএনপির ভূমিকা তুলে ধরে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে আমরা ব্যানার নিয়ে রাস্তায় নামলে হাসিনা বলতো এটা বিএনপির আন্দোলন, তাহলে ছাত্রদের আন্দোলনকে তারা অন্যভাবে দমন করার চেষ্টা করতো। সেজন্য দলের ব্যানারে আমরা সেদিন রাস্তায় নামতে পারি নাই। বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম নৈতিক সমর্থন বিএনপি দিয়েছে। বিএনপির পক্ষ থেকে যারা বিভিন্ন অঙ্গ সংগঠন করে তারা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে এই বৈষম্যবিরোধী আন্দোলনে মাঠে নেমে যায়।

আলোচনা সভায় মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক. জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডন, জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এরপরে আলোচনা শেষে নগরীর গ্রান্ড হোটেল মোড় থেকে একটি বিজয় শোভাযাত্রা বের হয়। বিজয় শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে‌। এতে জেলার বিভিন্ন উপজেলা ইউনিয়ন ও রংপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপির ও তার অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতা কর্মীরা এই শোভাযাত্রায় অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ