চলছে বাংলা পঞ্জিকার শ্রাবণ মাস বর্ষাকাল এই সময়ে হঠাৎ কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পঞ্চগড়ের জনপথ।বুধবার (২৩ জুলাই)সকালে ঘন কুয়াশার কারণে সামান্য দূরের জিনিসও দৃষ্টিগোচর হচ্ছিল না। অবশ্য সকাল ৭টার পর সূর্যের আলো ছড়ালে কুয়াশা কেটে গিয়ে আলো ঝলমল দিনের দেখা মিলেছে।
কুয়াশার কারণে ভোর থেকে জেলার সড়ক ও মহাসড়কে বাস-ট্রাকসহ অন্যান্য যানবাহন চলেছে ধীর গতিতে।সকালে একটু শীতের আমেজ অনুভূত হয়েছে জানান স্থানীয়রা।
কুয়াশা মাখা শ্রাবণের সকালে কাজে বের হওয়া অনেকেই বলেছেন,অসময়ে এ ধরনের কুয়াশা রোগ-বালইয়ের লক্ষণ। কি দিন আসল শ্রাবণ মাসে একসময়ে প্রচুর পরিমান বৃষ্টি হতো, এখন বৃষ্টির অভাবে আমনের চারা রোপন করতে পারছিনা।
শ্রাবণ মাসের অনাকাঙ্খিত কুয়াশার দেখা মেলায় এটাকে ঋতুর বৈচিত্রতা বলেও অনেকে মন্তব্য করেছেন।একদিকে বৃষ্টি,প্রচন্ড গরম আবার কখনও হালকা শীতের পরশও লাগছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান,সকালে যে কুয়াশা দেখা গেছে, এটা আসলে কুয়াশা না।আবহাওয়ার ভাষায় এটাকে কুয়াশা বৃষ্টি বলা হয়। যা মিলিমিটারে পরিমাপ যোগ্য না, এমন বৃষ্টি হয়েছে।