শিরোনাম
নীলফামারীর কিশোরগঞ্জে কুইজ প্রতিযোগিতা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে ডাকাতির সময় বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা আগে সংবিধান সংশোধন, তারপর জাতীয় নির্বাচন শেখ হাসিনাকে দিয়েই অভিযান শুরু করার দাবি ভারতীয় এমপির আর একটি পাথরও যেন চুরি না হয় সে ব্যবস্থা করা হবে: ডিসি সারওয়ার দেবীগঞ্জে আওয়ামী লীগের বিরুদ্ধে দায়ের করা মামলায় জামায়াত কর্মী গ্রেফতার রংপুরে অটো চালক মানিক হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন আওয়ামী লীগ নেতা মিঠুন জাককানইবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, লিখিত অভিযোগ দিলেন দুই নবীন বাংলাদেশ রাণীশংকৈল সীমান্তে বিজিবি’র হাতে ৪ বাংলাদেশী আটক পাঠ্যবইয়ে গণহত্যাকারীদের তালিকায় থাকবে শেখ হাসিনার নাম
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০১:০২ পূর্বাহ্ন

শেখ হাসিনাকে দিয়েই অভিযান শুরু করার দাবি ভারতীয় এমপির

আন্তর্জাতিক ডেস্ক / ১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান ও ভারতীয় লোকসভার সদস্য আসাদউদ্দিন ওয়েইসি বলেছেন, ‘ভারত সরকার সত্যি সত্যিই যদি অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে আগ্রহী হয়, তাহলে এখনই শেখ হাসিনাকে ফেরত পাঠানো হোক। তাকে দিয়েই শুরু হোক এ অভিযান।’

বৃহস্পতিবার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের ‘আইডিয়া এক্সচেঞ্জ’ অনুষ্ঠানে এ কথা বলেন ভারতের হায়দরাবাদ থেকে নির্বাচিত এই সংসদ সদস্য।

ওই অনুষ্ঠানে ওয়েইসি বলেন, ‘শেখ হাসিনা কেন এ দেশে রয়েছেন? তিনিও তো বাংলাদেশি, তাই না? তাকেও ফেরত পাঠানো হোক।

২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে বসবাস করছেন। ওয়েইসি এ প্রসঙ্গে বিজেপি সরকারের সমালোচনা করে বলেন, ‘দেশকে অনুপ্রবেশকারীমুক্ত করতে হলে শেখ হাসিনাকে দিয়েই শুরু করা উচিত। আমরা কেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে দেশে রেখেছি? তিনিও তো বাংলাদেশি? তাকে ফেরত পাঠানো হোক।’

লোকসভার এই সদস্য বলেন, ‘বাংলাদেশের জনপ্রিয় অভ্যুত্থানকে ভারতের মেনে নেওয়া উচিত।

নতুন সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা দরকার।’

নিজের মন্তব্যের ব্যাখ্যায় ওয়েইসি বলেন, ‘একদিকে একজন বাংলাদেশিকে আমরা এ দেশে থাকতে দিচ্ছি। তিনি নানা ধরনের বক্তব্য দিচ্ছেন, বিবৃতি দিচ্ছেন। সমস্যা সৃষ্টি করছেন।

অন্যদিকে পশ্চিমবঙ্গের মালদহ, মুর্শিদাবাদ জেলার দরিদ্র বাংলাভাষী নাগরিকদের পুনে থেকে উড়োজাহাজে চাপিয়ে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে এবং সীমান্তে গিয়ে নো ম্যানস ল্যান্ডে ছেড়ে দেওয়া হচ্ছে। তারা সত্যিই বাংলাদেশি অনুপ্রবেশকারী কি না, সেটা যাচাই পর্যন্ত করা হচ্ছে না।’

তিনি বলেন, ‘দেশে যিনিই বাংলা ভাষায় কথা বলছেন, তিনি বাংলাদেশি হয়ে যাচ্ছেন। কী ধরনের বিদেশাতঙ্ক কাজ করছে, এ থেকে বোঝা যায়। এসব মানুষকে বন্দিশালায় আটকে রাখার অধিকার পুলিশকে কে দিয়েছে? এখানে সবাই পাহারাদার হয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ