শিরোনাম
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের চিকিৎসক শ্বশুরবাড়িতে—জরুরি বিভাগেই রোগীর মৃত্যু এক বা দুই বিষয়ে ফেল করাদের কলেজে ভর্তির সুযোগ দাবি সিবগাতুল্লাহর বৃদ্ধা মায়ের ভার বইতে অপারগতা; কৌশলে শাশুড়িকে রাস্তায় রেখে পালালেন পুত্রবধূ কাউনিয়ায় খেলাফত মজলিসের কমিটি গঠন ৭ মার্চেও সোহরাওয়ার্দী উদ্যান জামায়াতের সমাবেশের মতো টইটম্বুর হয়ে ভরে ওঠেনি: তাহের ‘জয় বাংলা’ স্লোগানে টিকটক ভিডিও বানাতে গিয়ে আটক হলেন ১২ তরুণ দিনাজপুরে ঝড়ে গাছ ভেঙে অটোর উপর পড়ে গৃহবধূ নিহত, আহত শিশু ও চালক ‘কিসের স্বাধীন দেশ, আমার বাবাকে প্রকাশ্যে হত্যা করে মিছিল করতেছে’ মিছিলের প্রস্তুতির সময় গ্রেপ্তার হলেন নিষিদ্ধ ছাত্রলীগের তিন কর্মী রাণীশংকৈলে সাপের কামড়ে যুবকের মৃত্যু
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৭:৪২ পূর্বাহ্ন

শিবির জাতীয় সংগীত মানে না, তাই ঐক্য অসম্ভব: ছাত্রদল সেক্রেটারি

ডেস্ক রিপোর্ট / ২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাতীয় সংগীতের চর্চাকে বাধাগ্রস্ত করে’ এমন অভিযোগ এনে সংগঠনটির সঙ্গে কোনো ছাত্রসংগঠনের ঐক্য সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

বুধবার (২৩ জুলাই) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শাখা ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত জুলাই শহীদ স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাছির উদ্দিন বলেন, ‘কিছুদিন আগে শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একটি আন্দোলনে ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠন অংশ নেয়। সেখানে তারা জানায়, আন্দোলন চলবে ঠিকই, তবে জাতীয় সংগীত গাওয়া যাবে না।

যারা বাংলাদেশের জাতীয় সংগীত গাইতে দেয় না, তাদের সঙ্গে কিভাবে ঐক্য হতে পারে, তা আমি বুঝি না।’

ছাত্রলীগ ও শিবিরের মধ্যকার ‘কৌশলগত সম্পর্ক’ রয়েছে বলেও দাবি করেন তিনি। নাছির বলেন, ‘ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে যদি ছাত্রদল পুলিশে দেয়, তাহলে দেখা যায়, ছাত্রশিবির এসে তাকে ছাড়িয়ে নিচ্ছে। এটি তাদের কৌশল। ছাত্রলীগের পরিচয়ে তারা রাজনীতি করে, পরবর্তীতে শিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বে চলে যায়। এই চিত্র আমরা গাজীপুর, চকবাজার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও দেখেছি।’

তিনি দাবি করেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে ছাত্রলীগের এক দুর্ধর্ষ ক্যাডারকে পরবর্তীতে সোহরাওয়ার্দী হল শাখা শিবিরের সভাপতির দায়িত্বে দেখা গেছে।’

আলোচনায় ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি মো. জহির রায়হান আহমেদ বলেন, ‘গত বছর এই সময় সারা দেশে চতুর্থ দিনের মতো কারফিউ ছিল।

ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা কেউ বাসায় থাকতে পারিনি, বাসা-বাড়িতে তল্লাশি চালিয়ে আমাদের ধরে নিয়ে যাওয়া হয়েছিল। এই জুলাই অভ্যুত্থান এক দিনে রচিত হয়নি, এর পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রাম।’

সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, ‘আমরা যে প্রত্যাশা নিয়ে ৫ আগস্টের পর রাজনীতি শুরু করেছিলাম, তা সবচেয়ে বেশি নষ্ট করেছে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির। দেশে যখনই অস্থিরতা দেখা দেয়, তখনই দেখা যায় এসব সংগঠনের সরাসরি বা পরোক্ষ সংশ্লিষ্টতা।’

সভায় জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে এবং ঢাকায় সম্প্রতি অনুষ্ঠিত বিমান দুর্ঘটনায় হতাহতদের উদ্দেশে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরদার রাশেদ আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ