নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, এসএসসি ও সমমান পরীক্ষায় তোমরা জিপিএ-৫ পেয়ে কিশোরগঞ্জের সুনাম অর্জন করেছো। উপজেলা প্রশাসন সুনাম ধরে রাখতে ও তোমাদের কাংখিত সাফল্যে পৌছার আগ্রহ বৃদ্ধিতে সংবর্ধনার আয়োজন করেছে। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ।
তাই শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ আলোকিত করবে। তিনি বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে ও মহিলা বিষয় অফিসের ট্রেইনার রায়হানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ উজ জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এবিএম সারোয়ার রাব্বী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হান উদ্দিন, ওসি তদন্ত আব্দুল কুদ্দুস, একাডেমিক সুপার ভাইজার হাবিবুল্লাহ। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক গোলাম আজম, কৃতি শিক্ষার্থী লাবিব আহসান, মুবাসসিরা তাসনিম প্রমুখ।
এ সময় সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
পরে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও প্রত্যেক শিক্ষার্থীর হাতে একটি করে বৃক্ষের চারা প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন মুসা দাখিল মাদ্রাসার মোঃ খাইরুল ইসলাম ও গীতা পাঠ করেন কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের নুপুর রায়।
সংবর্ধনা অনুষ্ঠানটি ওয়ার্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় আয়োজন করেন উপজেলা প্রশাসন।