শিরোনাম
তত্ত্বাবধায়ক সরকার প্রধান নিয়ে বিএনপি-জামায়াতের প্রস্তাব, এনসিপিসহ অন্যান্য দলের ভিন্নমত নিঃস্বার্থ সমাজকল্যাণ যুব সংঘের উদ্যোগে নিশ্চিন্তপুরে জনবহুল রাস্তার সংস্কার দিনাজপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ: বোর্ডে তালা, মহাসড়ক অবরোধ আর্থিক সহযোগিতা চেয়ে প্রধান উপদেষ্টার পেজের পোস্ট সরিয়ে ফেলা হয়েছে কলেজের পেছনের গেট দিয়ে মাইলস্টোন ছাড়লেন দুই উপদেষ্টা কালীগঞ্জে ৫ লক্ষ টাকার মাছ বিষ প্রয়োগে নিধন! সচিবালয়ের ভেতরে ঢুকে পড়া শিক্ষার্থীদের লাঠিচার্জ, আহত অন্তত ১৫ যাদের বাঁচিয়েছি তারাও আমার সন্তান বলেছিলেন মাহেরিন চৌধুরী সচিবালয়ে ঢুকে পড়েছেন হাজারো শিক্ষার্থী ‘আসিফ নজরুলের গদিতে আগুন জ্বালাও একসাথে’
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০৬:৫০ অপরাহ্ন

শিক্ষার্থীদের তোপের মুখে আইন ও শিক্ষা উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট / ১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার একদিন পর ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের তোপোর মুখে পড়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।

মঙ্গলবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষা প্রতিষ্ঠানটি পরিদর্শনে গিয়ে এ ঘটনা ঘটে।

এরইমধ্যে ৫ শিক্ষার্থীর সঙ্গে দুই উপদেষ্টা স্কুলটির একটি ভবনে আলোচনায় বসেছেন।

এদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে গোলচত্বরে সকাল ১০টা থেকে জমায়েত হন শত শত শিক্ষার্থী। মুহূর্তেই মিছিল আর প্রতিবাদে মুখর হয়ে উঠেছে চারপাশ। একদিন আগে তাদের কলেজ ক্যাম্পসে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানি ও আহতের ঘটনায় শোকাহত শিক্ষার্থীরা ৬ দফা দাবি জানিয়ে বিক্ষোভ করছেন।

আন্দোলনরত বলছেন নিহতের যে সংখ্যা বলা হচ্ছে তা কোনোভাবেই মেনে নিতে পারছেন না।

বিচার চাই না, সন্তানের লাশ চাই’, ‘সঠিক লাশের হিসাব চাই’—এমন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে শিক্ষার্থীরা গোলচত্বরে সড়কের ওপর বসে পড়েন। এসময় পুলিশ একাধিকবার তাদের সরে যেতে বললেও শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

শিক্ষার্থীদের ৬য় দফা দাবির মধ্যে রয়েছে— নিহতদের নাম-ঠিকানা প্রকাশ, আহতদের নির্ভুল তালিকা, শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা, ক্ষতিপূরণ প্রদান, ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল, প্রশিক্ষণ পদ্ধতি সংস্কার।

তারা বলেন, আমাদের প্রতিবাদ অহিংস, কিন্তু আপসহীন। অন্যায়ের বিরুদ্ধে নীরবতা মানেই সমর্থন। ন্যায়ের পক্ষে দাঁড়ানোর এখনই সময়। ভয় নয়, আমারা ন্যায় বিচার চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ