কুড়িগ্রামের চিলমারীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অনাবাদি পতিত জমিতে পুষ্টিবাগান গড়ে তুলেছেন কৃষি বিভাগ। এতে শোভা পাচ্ছে বিভিন্ন ধরনের শাকসবজি। উৎপাদিত এসব সবজি দিয়ে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চাহিদা মেটাচ্ছে।
এমন প্রকল্প গ্রহণ করায় এখন দৃষ্টি নন্দন এই পুষ্টিবাগান সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
উপজেলা থানাহাট ইউনিয়নের থানাহাট মদিনাতুল উলুম মাদ্রাসার সামনের অংশে পতিত অনাবাদি জমি এ বাগান গড়ে উঠেছে।
কৃষি বিভাগ জানায়, ২০২৪-২৫ অর্থবছরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের আওতায় থানাহাট মদিনাতুল উলুম মাদ্রাসায় পুষ্টিবাগান করা হয়েছে।
মাদ্রাসার শিক্ষার্থীরা জানান, পরিত্যাগ জায়গাটি পরিষ্কার করে শাকসবজি আবাদ করা হচ্ছে। তারা সময় পেলে পরিচর্যা করছেন। এতে করে উৎপাদিত সবজি দিয়ে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শাক সবজির চাহিদা অনেকটাই মেটানো সম্ভব।
চিলমারী উপজেলা কৃষি অফিসার প্রণয় বিষান দাস জানান, মাদ্রাসার সামনে পতিত জমিতে পুষ্টিবাগান স্থাপন করা হয়েছে৷ এখন এই বাগান সবার আগ্রহের জায়গা হয়ে দাঁড়িয়েছে। আগামীতে শিক্ষাপ্রতিষ্ঠানে পুষ্টিবাগান বাড়ানো হবে। এতে করে ওই স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের সবজির চাহিদা মেটানো যাবে।