শিরোনাম
পঞ্চগড়ে ৯ জনকে পুশ ইন করল বিএসএফ ঠাকুরগাঁওয়ে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার ৫ আগস্টের মধ্যে ঘোষিত হবে জুলাই ঘোষণাপত্র : মাহফুজ প্রয়োজনে আরও ১৭ বছর আন্দোলন করবে বিএনপি: মির্জা আব্বাস লালমনিরহাটে ইউএনওর স্বাক্ষর স্ক্যান করে দুর্নীতি; জামায়াত নেতাকে শোকজ দিনাজপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীদের মিছিলের চেষ্টা, ২ জন গ্রেপ্তার রংপুর কমিউনিটি মেডিকেলে এক মাসে ১০০টি সফল হার্ট অপারেশন সম্পন্ন এনসিপির অপরাজনীতি ও জুলাই বিক্রি বন্ধ করতে হবে : মাসুদ ৩ কোটি টাকা বিলের তদবির করতে গিয়ে বৈষম্যবিরোধীর দুই ছাত্রনেতা আটক মিঠাপুকুরে বাক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ: আসামি পলাতক
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৯:২২ পূর্বাহ্ন

শাহবাগে জুলাই যোদ্ধাদের ২ গ্রুপের সংঘর্ষ; পুলিশের লাঠিচার্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে

ডেস্ক রিপোর্ট / ১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

জুলাই সনদের দাবিতে দুইদিন ধরে শাহবাগ অবরোধ করে রাখা জুলাই যোদ্ধাদের ধাওয়া দিয়ে সড়কের অবরোধ তুলে দিয়েছে জুলাই যোদ্ধাদের আরেক গ্রুপ। শুক্রবার (১ আগস্ট) বিকাল সাড়ে ছয়টার দিকে এই ঘটনা ঘটে। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী এসে লাঠিচার্জ করে দুই গ্রুপকে সরিয়ে দিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালিদ মনসুর। এ বিষয়ে তিনি বলেন, ‘জুলাই যোদ্ধাদের এক গ্রুপ আরেক গ্রুপকে সরিয়ে দিতে আসলে ঝামেলার সৃষ্টি হয়। পরে আমরা দুই গ্রুপকেই সরিয়ে দিয়েছি। বর্তমানে শাহবাগ মোড়ে কোনো সমস্যা নেই। জুলাই যোদ্ধাদের দুই গ্রুপের কারণে আপ বাংলাদেশের অনুষ্ঠানে কোনো সমস্যা হয়নি।’

জানা যায়, জুলাই সনদের দাবিতে, বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টা থেকে শাহবাগ অবরোধ করে রেখেছিল জুলাই যোদ্ধাদের এক গ্রুপ। এরপর থেকে যান চলাচল বন্ধ হয়ে যায় শহরের এই ব্যস্ততম সড়কের। এতে বৃহস্পতিবার থেকেই অবরোধকারীদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন এই পথের যাত্রী ও নেটিজেনরা। শুক্রবার বিকেলে জুলাই যোদ্ধাদের আরেক গ্রুপ তাদের ওপর ধাওয়া করে।

তারা জানান, সরকার ইতোমধ্যে তারিখ ঘোষণা করেছেন। কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে জনদুর্ভোগ সৃষ্টি করে শাহবাগের মতো ব্যস্ত রাস্তা অবরোধ করে রেখেছে। এর ফলে জুলাই নিয়ে মানুষের কাছে আরো ক্ষোভ জন্মাচ্ছে। তাদেরকে গতকালও আমরা বলেছি। তারা আমাদের কথা রাখে নি।

এক পর্যায়ে, দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ তৈরি হয়। পরবর্তীতে পুলিশ এসে দুই পক্ষকে সরিয়ে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ