জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের আয়োজনে শহীদ ও আহতদের পরিবারের সাথে মতবিনিময় করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১২ জুলাই) রাজধানীর গুলশানে একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মতবিনিময়কালে শহীদ ও আহত পরিবারের সদস্যরা জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার দাবি জানান। একইসাথে তারা সরকারের প্রতি আহবান জানান শহীদ ও আহত পরিবারের পাশে দাঁড়াতে।
ন্যায়বিচার নিশ্চিতে বিএনপিকে কার্যকর ভূমিকা রাখারও আহবান জানান শহীদ ও আহত পরিবারের সদস্যরা।
এসময় উত্তাল সেই দিনগুলোর স্মৃতিচারণ করতে গিয়ে আবেগআপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্যরা।