শিরোনাম
কোটার বিরুদ্ধে আন্দোলন করে আবার কোটা চালু কি বাটপারি নয়, প্রশ্ন ঢাবি অধ্যাপকের চিলড্রেন্স পার্টি’র কথা শুনে বিভ্রান্ত হওয়ার কারণ নেই : মির্জা আব্বাস লক্ষ্য একটাই, ফেব্রুয়ারিতে নির্বাচন: মির্জা ফখরুল কমিটি গঠনের ১ দিনের মাথায় এনসিপির তিন নেতার পদত্যাগ শিবিরের গুপ্ত কর্মীরা ছাত্রদলের বিপক্ষে ‘মব’ সৃষ্টি করছে : নাছির উদ্দিন বঙ্গোপসাগরে নৌবাহিনীর হাতে আটক হয়েছে ভারতীয় ট্রলারসহ ৩৪ জেলে অন্তর্বর্তী সরকারের আমলেই হবে জুলাই হত্যাকাণ্ডের বিচার: আসিফ নজরুল মিছিল শেষে লুটিয়ে পড়ে মারা গেলেন বিএনপি নেত্রী চাঁদা তোলে পল্টনে, ভাগ যায় লন্ডনে!’—কেন এই স্লোগান রাণীশংকৈলে যৌথ বাহিনীর টাক্সফোর্স অভিযানে মাদক কারবারির গ্রেপ্তার-এক বছরের কারাদণ্ড
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১০:২৩ অপরাহ্ন

লোডশেডিংয়ের সুযোগ নিয়ে আদালতের কাঠগড়া থেকে পালালেন আসামি

ডেস্ক রিপোর্ট / ১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

নরসিংদীতে চুরির মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া এক আসামি আদালতের কাঠগড়া থেকে পালিয়ে গেছেন।

সোমবার (১৪ জুলাই) দুপুরে নরসিংদীর জেলা জজ আদালতের কাঠগড়া থেকে ওই আসামি পালিয়ে যান।

তার নাম রিয়াজুল ইসলাম হৃদয় (২৫)। তিনি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামের দানা মিয়ার ছেলে।

আসামি পালিয়ে যাওয়ার তথ্য নিশ্চিত করে নরসিংদী জজ কোর্ট পুলিশের পরিদর্শক মো. সাইরুল ইসলাম বলেন, ঘটনার সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবায়েত আক্তার শিফার এজলাসে বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) চলছিল। এই সুযোগে কাঠগড়ায় অবস্থানরত অটোরিকশা চুরি মামলার একমাত্র সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া আসামি রিয়াজুল ইসলাম হৃদয় পালিয়ে যায়।

তাকে একটি অটোরিকশা চুরি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গত ৭ জুলাই গ্রেপ্তার করে রায়পুরা থানা পুলিশ।

মো. সাইরুল ইসলাম জানান, পলাতক আসামি রিয়াজুল ইসলামের বিরুদ্ধে রায়পুরা থানায় একটি অটোরিকশা চুরির মামলা রয়েছে। ঘটনার পরপরই আদালত চত্বর ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। কোর্ট পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল তাকে আটক করতে অভিযান চালাচ্ছে। এ ছাড়া এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দ্রুত গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট থানা ও অন্যান্য নিরাপত্তা সংস্থাকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ