লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মকড়া ঢগাছ গ্রামে হেলাল হোসেন কবির নামের এক সাংবাদিককে বেধড়ক মারধর করা হয়েছে। পূর্বশত্রুতার জেরে শনিবার (৯ আগস্ট) রাতে এ হামলার ঘটনা ঘটে।
সাংবাদিক কবির ‘আলোর মনি’ নামের স্থানীয় একটি সাপ্তাহিক পত্রিকার নির্বাহী সম্পাদক। এ ঘটনায় সোহরাব আলী নামে একজনকে রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ।
সাংবাদিক হেলাল হোসেন কবির বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, পেশাগত কাজে লালমনিরহাট শহরে যাওয়ার জন্য রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হওয়া মাত্রই পূর্বপরিকল্পিতভাবে একই এলাকার মকবুল হোসেন ও তার চার ছেলেসহ স্বজনরা ওই সাংবাদিককে আটকে লাঠি ও রড দিয়ে মারধর শুরু করে।
একপর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালানো হয়। এ সময় সাংবাদিক হেলাল হোসেনের চিৎকারে তার মা সামসুন্নাহার বেগম লুসি এগিয়ে এলে তাকেও মারধর করা হয়।
পরে স্থানীয়রা এগিয়ে এসে মা ও ছেলেকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করান।
হাসপাতালে চিকিৎসাধীন হেলাল হোসেন কবির অভিযোগ করেন, ‘আমি যখন রাতে বাড়ি থেকে বের হই, তখন ওত পেতে থাকা আসামিরা অস্ত্র নিয়ে হামলা চারিয়ে আমাকে মারধর করে। বাঁচাতে এলে আমার মাকেও মারধর করা হয়। হামলাকারীরা শুক্রবার রাতে আমাকে ফোন করে হুমকিও দিয়েছিল। আমি তাদের বিরুদ্ধে দুই মাস আগে থানায় জিডি করেছিলাম।’
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ওসি মো. নুরন্নবী বলেন, ‘খবর পেয়ে মারাত্মক আহত অবস্থায় হেলাল হোসেন কবিরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে এর আগেও থানায় জিডি করায় আমরা হেলালের পক্ষে আদালতে প্রসিকিউশন দিয়েছি।’