লালমনিরহাটের কালীগঞ্জে একটি ভুট্টাখেত থেকে জান্নাতি আক্তার নামের ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় শিশুটির মা–বাবাসহ এক যুবকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ভোটমারী ইউনিয়নের শৈলমারী চরের একটি ভুট্টাখেত শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মরদেহের দুই হাত বাঁধা ছিল। জান্নাতি আক্তার একই এলাকার ফজু মিয়ার মেয়ে।
পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সন্ধ্যায় জান্নাতির মা তাকে বাসায় একা রেখে পাশের একটি বাড়িতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে বাড়িতে মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। পরে বাড়ির পাশের ভুট্টাখেতে মেয়ের মরদেহ দেখতে পান। পরে খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, মেয়েটির দুই হাত পিঠমোড়া করে বাঁধা ছিল। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার আগে সে ধর্ষণের শিকার হয়েছিল কিনা তা প্রাথমিকভাবে জানা যায়নি।
ময়নাতদন্তের জন্য গভীর রাতে মরদেহ থানায় আনা হয়েছে বলেও জানান সেলিম মালিক। তিনি বলেন, হত্যার কারণ জানতে ও দোষীদের চিহ্নিত করতে জান্নাতির মা–বাবাসহ প্রতিবেশি এক যুবকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।