লালমনিরহাট জেলায় পুলিশি তৎপরতায় চুরি হওয়া দুইটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই ২০২৫) দিনভর বিভিন্ন স্থানে চালানো যৌথ অভিযানে অটোরিকশা দুটি উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি), আদিতমারী থানা এবং কালীগঞ্জ থানার অধীন গোড়ল তদন্ত কেন্দ্রের যৌথ অভিযানে কালীগঞ্জ উপজেলার শিবরাম এলাকায় পলাতক এক আসামির বাড়ি থেকে অটোরিকশা দুটি জব্দ করা হয়। অভিযুক্ত মনিরুজ্জামান ওরফে জামাল ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।
উদ্ধারকৃত যানবাহনের একটি ইতোমধ্যে মালিক সনাক্ত করেছেন। আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের বাসিন্দা মোঃ জয়নাল আবেদীন জানান, তার অটোরিকশাটি গত ২৪ জুলাই রাত ১০টার দিকে হাতীবান্ধা উপজেলার দইখাওয়া বাজার এলাকা থেকে চুরি হয়। ঘটনার পরপরই তিনি থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই অটোরিকশাগুলো উদ্ধার করতে সক্ষম হয়। জব্দ করা যানবাহনগুলো পরবর্তীতে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে আদিতমারী থানায় হস্তান্তর করা হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চক্রটির অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।